100 Rupees: ভারতীয় ১০০ টাকার নোটের পিছনের পাহাড়টির নাম কি জানেন

ভারতীয় ১০০ টাকার নোট আমরা সবাই দেখেছি, কিন্তু কখনো লক্ষ্য করেছেন যে এই নোটের পিছনে যে পাহাড়টি রয়েছে তার নাম কি। হয়তো আপনি এর উত্তর খোঁজার চেষ্টা করেননি। যাইহোক এই প্রতিবেদনে পাহাড়টির সম্পর্কে বিস্তারিত জানানো হলো।

অনেকে মনে করেন, ১০০ টাকার নোটের পিছনে রয়েছে কৈলাস পর্বত, কিন্তু তা সম্পূর্ণ ভুল। আসলে এটি বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, যার নাম আগেই আমরা ভূগোল বইতে পড়েছি, কাঞ্চনজঙ্ঘা। এটি সিকিম ও নেপাল সীমান্তে অবস্থিত। এর উচ্চতা ৮,৫৮৬ মিটার। কাঞ্চনজঙ্ঘার এই ছবিটি দক্ষিণ দিকে গোচেলা পাস থেকে দেখা যায়।

অন্যান্য ভারতীয় নোটের মতই ১০০ টাকার নোটেও ১৭টি ভাষায় লেখা আছে। ইংরেজি ও হিন্দি ছাড়া এই নাম গুলি হল অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালায়ালাম, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু এবং উর্দু।

Latest articles

Related articles