ঘরোয়া উপায়ে ত্বক ফর্সা করার ৩ উপায়

আমার ত্বকের রং কালো বা ফর্সা নিয়েই জন্মগ্রহণ করি। কিন্তু আমাদের জন্মগত রং এক থাকে না । রোদে বেরিয়ে ত্বকের রঙের পরিবর্তন হয় ধীরে ধীরে কালো হয়ে যায়। আর কে না চায় অল্প সময়ের মধ্যে ত্বকের যত্ন নিতে।কিছু ঘরোয়া উপায়ের মধ্যে দিয়ে আপনার ত্বক হয়ে উঠতে পারে ফর্সা ও কাঁচের মতো জেল্লাদার। জেনে নিন ঘরোয়া উপায় গুলি-

দুধ ,লেবুররস,কলা

এই তিনটি জিনিস আমাদের সকলের বাড়িতেই থাকে।এই জিনিস গুলি হয়ে যেতে পারে আপনার ত্বক উজ্জলের কারণ,কিভাবে তা জেনে নিন । দুধ কতটা আমাদের শরীর ও ত্বকের জন্য ভালো আমরা সকলেই জানি ।তবে সেই দুধের সাথে কিছুটা লেবুর রস ও কলা চটকে একটা প্যাক বানিয়ে নিন ।সেই প্যাক ২০মিনিট রেখে দিন তারপর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন ।দেখবেন আপনার মুখের উজ্জ্বলতা ফিরে এসেছে ।এই ভাবে ২ সপ্তায় ১ বার করে করলেই আপনি নিজেই তার ফল দেখতে পাবেন।

টমেটো ,ব্যাসম

ত্বক উজ্জ্বল রাখার অন্যতম উপায় হলো এই দুটি ।টমেটো ব্যাসম আমাদের বাড়িতেই থাকে আর এটি রোদে পোড়া ত্বকে সানস্কিন মতো কাজ করে। এবার জেনে নিন কিভাবে ব্যবহার করবো? প্রথমে মুখটা ভালো করে ধুয়ে একটা টমেটো কে কেটে তাতে সামান্য বাসম নিয়ে মুখে আলতো করে ঘষতে থাকুন কিছুক্ষন পর মুখটি ঠান্ডা জলে ধুয়ে ফেলুন । দেখবেন এই রকম বেশ কয়েকদিন করলে আপনি ট্যান মুক্ত মুখ পাচ্ছেন ।

খাবার সোডা ,জল

একটি পাত্রে সামান্য খাবার সোডা নিয়ে তাতে জল মিশিয়ে একটা থকথকে প্যাক বানিয়ে নিন ।এর পর মুখে ওই মিশ্রণ টি লাগিয়ে ১৫ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন ।আপনি হাতে না হাতেই এর ফল চোখে পড়বে ।কত উজ্বল ও টান টান হয়ে গেছে আপনার স্কিন ।

Latest articles

Related articles