দীর্ঘ দিন ধরে প্রেম করছেন সেই প্রেম টিকবে কি না, বোঝার সহজ ৪ উপায়

আমার সবাই প্রেমে পড়ি ,এবং কোনো কোনো প্রেম দীর্ঘ দিন থাকার পর সেটি বিয়েতেও পরিণতি পায় ।তবে দীর্ঘ দিন এর প্রেম ঠিকবে কিনা তা এই নিম্নলিখিত ৪ টি উপায় দিয়ে বোঝা যাবে।

লোকে বলে প্রেম বোঝা বড় কঠিন। শুরুর দিকে যে প্রেম ঘুম উড়িয়ে দেয়। দিন এগোতেই সেই প্রেম বড্ড ভাবায়। হতেই পারে প্রেমের বয়স বেড়ে প্রেম ঘনত্ব হারাবে। হতেই পারে একদিন দুম করে সঙ্গী বলে উঠবে, তোমাকে আর ভালোবাসি না! তখন? মাথায় আকাশ ভেঙে পড়বে। তাই প্রেম করুন মন খুলে, কিন্তু বুদ্ধি খুলে নয়। অন্তত নিজের ভালোটা বুঝে শুনে।

ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যাক। প্রেম করতে করতে বুঝতে পারবেন আপনার সঙ্গী কতটা সিরিয়াস আপনাকে নিয়ে। এমনকী, এটাও বুঝতে পারবেন, আপনার সঙ্গী সারাজীবন আপনার সঙ্গে থাকবে কিনা! হ্যাঁ, এটা বোঝা কিন্তু খুব একটা কঠিন নয়।নিম্ন লিখিত ৪টি উপায় দেখেই বুজতে পারবেন-

১.প্রতিদিন আপনার জীবনে কি ঘটনা ঘটছে?ছোট কি বড়ো ! সে সমস্ত বিষয় কি আপনার সঙ্গী আপনাকে জানাচ্ছে না,তাহলে বুঝতে হবে আপনার প্রেমে পূর্ণচ্ছেদ বসতে চলেছে ।

২.আপনার সঙ্গী কি ভবিষ্যৎ পরিকল্পনা করে ,ভবিষ্যত পরিকল্পনায় কি আপনার নাম উল্লেখ করে ,যদি না করে থাকে তা হলে বুঝতে হবে আপনার কোনো গুরুত্ব নেই ওর জীবনে ।

৩.ছেলে কিংবা মেয়ে আপনার সাথে থাকতে ও বিয়ে করতে চায় কিনা ,সেটা জানার একটা মাধ্যম হলো সে আপনাকে তার পরিবারের সাথে পরিচয় করান কি না ।যদি পরিচয় করান তাহলে বুঝতে হবে সে আপনার সাথে থাকতে চায় ।আর না করলে বুঝতে হবে সে আপনার সাথে টাইম পাস্ করছে শুধু মাত্র ।

৪.প্রেমিক কিংবা প্রেমিকা কি নিজের জীবনের কোনও সিদ্ধান্ত নেয়ার সময়ও আপনার পছন্দকে গুরুত্ব দেন? যদি আপনার সঙ্গে কথা না বলেই বড় কোনও সিদ্ধান্ত নেয় আপনার সঙ্গী। তাহলে বুঝতে হবে, আপনি খুব একটা পাত্তা পাচ্ছেন না তার জীবনে।

Latest articles

Related articles