বলিউড -র রোম্যান্টিক আইকন মানেই শাহরুখ খান । তার সঙ্গে অভিনয়ের স্বপ্ন দেখেন ছোট থেকে বড় সব অভিনেত্রীরাই। কিং ক্যারিশমা আপামর ভারতবাসীকে এক অন্য প্রেমের দুনিয়ায় নিয়ে যায়। আর সেই শাহরুখ খানের বিয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া !
প্রিয়াঙ্কার জন্ম ১৯৮২ সালের ১৮ জুলাই উত্তর প্রদেশের বেরেলি শহরে। খুব অল্প বয়সেই প্রিয়াঙ্কা তার স্বপ্নের দিকে পা বাড়ান। প্রিয়াঙ্কা ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন, তিনি প্রমাণ করেছিলেন যে সাফল্য কোনও বয়সের উপর নির্ভর করে না। আবার তিনি কখনও মেরি কম , কখনও কাশীবাই। ‘কোয়ান্টিকো’ থেকে ‘সিটাডেল’ তার অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি।
অভিনেত্রী মঙ্গলবার পূর্ণ করলেন ৪১ বছর৷ অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ বর্তমানে বয়সে ছোট নিক জোনাসকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে সুখের সংসার করছেন অভিনেত্রী। কিন্তু জানেন কি অভিনেত্রী হওয়ার আগে বলিউড কিং শাহরুখ খানের কাছে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি।
অভিনেত্রীর প্রেমিকদের নিয়ে আলোচনা হলেই উঠে আসে শাহরুখ খানের নাম। মাত্র দুটো ছবিতে জুটি হিসেবে কাজ করেছেন তারা। বলিউডের সুপারহিট ছবি ‘ডন’ এবং ‘ডন ২’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন৷ ঠিক সেই সময় নাকি পর্দার জনপ্রিয় জুটি বাস্তবেও অনেকটা কাছাকাছি চলে এসেছিলেন৷ যদিও শাহরুখ, প্রিয়াঙ্কা এই নিয়ে কোনো দিন মুখ খোলেননি।
২০০০ সালে ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’ (Miss India World) প্রতিযোগিতার সময় শাহরুখের সঙ্গে দেখা হয় প্রিয়াঙ্কা চোপড়ার। সেই শো-এর বিচারক ছিলেন শাহরুখ খান। সেখানেই প্রিয়াঙ্কাকে নানা প্রশ্ন করেছিলেন বাদশা। তিনজনের নামের অপশন দিয়ে শাহরুখ প্রিয়াঙ্কার কাছ থেকে জানতে চান তিনি কাকে বিয়ে করবেন?
সেই তালিকায় প্রথমে একজন ক্রিকেটার, তারপর একজন ব্যবসায়ী এবং সবশেষে নিজের নাম প্রস্তাব করেন শাহরুখ। সকলকে অবাক করে দিয়ে আত্মবিশ্বাসী প্রিয়াঙ্কা মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, “যদি এই তিনজনের জন্য কাউকে বেছে নিতে হয়, আমি খেলোয়াড়কেই বেছে নেব। যাতে আমি তাকে বলতে পারি,আমি তার জন্য ততটাই গর্বিত, যতটা গোটা দেশ গর্বিত, তুমিই সেরা।”যদিও বাস্তবে সেলিব্রেটি তারকার সঙ্গেই ঘর বেঁধেছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড।