বাংলা সিরিয়ালের চাহিদা সবসময় বেশি। প্রতিদিন সন্ধ্যাবেলায় দর্শকেরা বসে পড়েন নিজের পছন্দের ধারাবাহিক দেখতে। ধারাবাহিকের সাথে সাথে সেখানের নায়ক-নায়িকারাও দর্শকদের মনে জায়গা করে নেন। অনেকে তো নিজেদের বাড়ির সদস্য মনে করেন সিরিয়ালের নায়ক-নায়িকাকে। আবার কিছু কিছু সিরিয়ালের নায়ক নায়িকার জুটি হিট হলে তো আর কোন কথাই নেই।
তবে হঠাৎ করেই যদি নায়ক কিংবা নায়িকার মুখ বদল করে দেওয়া হয়। তাহলে মন খারাপ হয়ে যায় দর্শকদের। ঠিক যেমন স্টার জলসার‘পঞ্চমী’ সিরিয়ালের নায়ক কিঞ্জলকে বহুদিন ধরে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না। যদিও এই সিরিয়ালের নায়ক রাজদীপ গুপ্ত কিছুদিন আগে সিরিয়াল শেষ করা নিয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। তার অন্তিম দিনের শুটিং শেষ হয়ে যাওয়ার পর দুই অভিনেত্রীকে নিয়ে সিরিয়াল ছাড়া খবর অনুরাগীদের জানান।
যদিও এই কিঞ্জল চরিত্রটা কিন্তু সিরিয়াল থেকে বাদ পড়েনি। শুধুমাত্র বদল ঘটেছে নায়কের মুখে। এই ধারাবাহিকে দেখানো হয়েছে কিঞ্জলের মৃত্যু হয়েছে। আর তার ছেলে তারককে নিয়ে দিন কাটাচ্ছে বিধবা পঞ্চমী। এভাবে এতদিন এগিয়েছে ধারাবাহিকের গল্প। তবে এবার আসতে চলেছে নতুন টুইস্ট। কিঞ্জল আসলে মরেনি। তাকে নতুনভাবে আবার ফিরিয়ে আনা হবে গল্পের মধ্যে। তবে এখানে রাজদীপ অভিনয় করবেন না।
বরং তার জায়গায় আসবেন নতুন আরেক অভিনেতা। এই চরিত্রটিতে অভিনয় করবেন যুবরাজ চৌধুরী। যাকে এর আগে সান বাংলার ‘সুন্দরী’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। এবার এই নতুন হিরো কতটা সিরিয়াল জমিয়ে রাখতে পারে তা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। যদিও ধীরে ধীরে পঞ্চমীর টিআরপি রেটিং বেশ অনেকটাই কমেছে। তবে এবার নতুন হিরো আসার পর টিআরপি বাড়ে কিনা সেটা সময় বলবে।