শুটিং সেটে ভেঙে পড়লো ঝাড়বাতি ,অল্পের জন্য প্রাণে বাঁচলেন এ আর রহমান পুত্র ।

এ আর রহমানের ছেলে অল্পের জন্য বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পায় । গত বৃহস্পতিবার মিউজিক ভিডিয়ো শ্যুট করছিলেন তিনি। সেই সময়েই দুর্ঘটনার কবলে পড়েন সংগীত শিল্পী। নিজেই ইনস্টাগ্রামে গোটা ঘটনার কথা জানিয়েছেন আমিন।

ইনস্ট্রাগ্রামে তিনি লেখেন ,আমি সত্যিই ঈশ্বর, আমার অভিভাবক, পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং আধ্যাত্মিক শিক্ষককে ধন্যবাদ জানাতে চাই। তাঁদের জন্যই আজ আমি নিরাপদ… বেঁচে আছি।”তিনদিন আগে আমি একটি গানের শ্যুটিং করছিলাম। নিরাপত্তার দায়িত্ব টিমকে সপে দিয়েছিলাম। আমি ফোকাস করেছিলাম পারফরম্যান্সে। সেই সময় তিনি ছিলেন স্টেজের একদম মিডিলে আর সেই সময় ঝাড়বাতিটি টি ভেঙে পরে । সামান্য কিছু দুরুত্বের জন্য সে রেহাই পেয়েছে নয়তো তার ওপরে পড়তো । এই ঘটনার জন্য আমিন ট্রমা তে আছেন ।

তামিল, তেলুগু, হিন্দি, মারাঠি, আরবির মতো ভাষায় গান গেয়েছেন তিনি। ইনফিনিট লাভ, জিঙ্গা, জয় হিন্দ ইন্ডিয়ার মতো মিউজিক ভিডিয়োতে স্পেশাল অ্যাপিয়ারেন্স করেছেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি বেনি দয়ালও দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। শিল্পী চেন্নাইয়ে পারফর্ম করার সময় একটি ড্রোন স্টেজে পড়ে যায়। যা বেনির মাথার পিছনে লাগে। ঘটনায় চোট পেয়েছেন শিল্পী। তাঁর আঙুলেও আঘাত লাগে।

Latest articles

Related articles