রাজ্যের কৃষকদের চাষাবাদের বিষয়ে রাজ্য সরকার
থেকে কৃষকদের জন্য আনা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প তথা Krishak Bandhu Scheme । এমন ধরণের কেন্দ্র সরকারের আরও একটি প্রকল্প আছে যার নাম প্রধান মন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা PM Kishan. চাষাবাদ সরাসরিভাবে পরিবেশের ওপরে নির্ভরশীল, তাই বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও চাষের নানা সুবিধার জন্য সরকারি সাহায্য নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের। আজকের প্রতিবেদনে তা জেনে নেওয়া যাক।
কৃষকদের আবেদন জমা নেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার নিমিত্তে। সরকারি সিদ্ধান্ত অনুসারে কৃষকরা সব কিছু ডকুমেন্ট জমা দেয়ার পর কৃষকেরা টাকা পাবেন কবে , তা নিয়ে কৃষকদের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা গিয়েছিল। তবে সেই সকল চিন্তাকে দূরে সরিয়ে খুশির খবর দিলো রাজ্য সরকার।
রকারি নিয়ম অনুসারে রাজ্যের কৃষকেরা তাদের জমিতে সারা বছর ধরে দুই ধরণের ফসলের চাষাবাদ করে থাকেন। আর এই খারিফ এবং রবি শস্যের চাষের সাহায্য হিসেবে Krishak Bandhu Scheme অনুসারে 2টি কিস্তিতে মোট 4-10 হাজার টাকা পর্যন্ত সরকারি সাহায্য পেয়ে থাকেন রাজ্যের কৃষকেরা। এই টাকা ইতিমধ্যেই কৃষকদের একাউন্টে ঢোকা শুরু করেছে। আপনি কি পেয়েছেন এই Krishak Bandhu Scheme এর টাকা!এই প্রকল্পে রয়েছে 2 লক্ষ টাকার একটি বীমাও।
লা হয়েছে, কোন চাষির 60 বছরের আগে মৃত্যু হলে তার একাউন্টের সাথে যুক্ত নমিনি পাবেন Krishak Bandhu Scheme অনুসারে এককালীন 2 লক্ষ টাকা। সারা রাজ্য জুড়ে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সর্বমোট গত জুনের খারিফ মরসুমে 79 লক্ষ কৃষকদের দেওয়া হয়েছে মোট 2 হাজার 486 কোটি টাকা। গত বছরের ডিসেম্বরেই কৃষকদের দেওয়া হয়েছে। তবে এবারে এই রবি ফসলের কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে কৃষকদের ব্যাঙ্কে ।