জোড়া ফ্ল্যাটে প্রায় ২৩ ঘণ্টা তল্লাশি! অবশেষে ED-র জালে তৃণমূল যুবনেতা

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রথমেই নাম উঠেছিল তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের। এরপর অবশেষে ইডির হাতে গ্রেফতার হলেন তিনি। শুক্রবার দীর্ঘ ২৩ ঘন্টা নিউ টাউনের চিনার পার্কের কুন্তল ঘোষ এর দুটি ফ্ল্যাটে তল্লাশি চালানোর পর তাকে আটক করেছে ইডি। মূলত তদন্তে অসহযোগিতার অভিযোগে যুব তৃণমূল নেতাকে আটক করা হয়েছে।  

এর আগে সিবিআই তলব করেছিল কুন্তলকে। বুধবার বিকেল ৩টের পর নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন কুন্তল। সেদিন বেশ কিছু নথি দিয়ে তিনি চলে যান। ফের বৃহস্পতিবার তাঁকে ডাকে সিবিআই। এরপর শুক্রবার তাঁর ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি।

পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করে এই কুন্তল ঘোষের নাম উঠে এসেছিল। তাপস বাবু জেরার মুখে জানিয়েছিলেন, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছেন কুন্তল। দুর্নীতির সঙ্গে যুক্ত মোট ১৯ কোটি টাকা ঢুকেছে কুন্তলের পকেটে। কোন এজেন্টদের মাধ্য়মে কুন্তল টাকা নিতেন। মূলত এই বিষয়ে আসল সত্য সামনে আনার জন্যই তল্লাশি অভিযান শুরু করে ইডি।

কুন্তলের বিরুদ্ধে অভিযোগ, টেট পাস করিয়ে দেওয়া থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ। রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই কুন্তলকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কারা আসতেন কুন্তলের কাছে? কতগুলি কলেজের সঙ্গে যোগাযোগ ছিল কুন্তলের? অফলাইন রেজিস্ট্রেশন, টাকা নেওয়ার রসিদ সহ একাধিক তথ্য তলব করেছে সিবিআই।  এরমধ্যেই তাকে ফের আটক করল ইডি। এখন দেখার জেরার মুখে কুন্তল ঘোষ নতুন কোনও তথ্য দেন কিনা?

Latest articles

Related articles