Ajker Rashifal: আজকের রাশিফল ৫ ফেব্রুয়ারি রবিবার! আজ ভুলেও করবেন না এই কাজগুলি

জোতিষ বিচারের মাধ্যমে জেনে নিন আজকের রাশিফল (Ajker Rashifal) রবিবার ৫ ফেব্রুয়ারি ২০২৩। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এই রাশিগুলির দিনটি কেমন কাটবে।

মেষ: আজকে বিদ্যার্থীদের মানসিক স্থিরতা রাখা দরকার। প্রেম- প্রণয়নে বাধাবিঘ্ন থাকবে। তবে নতুন বন্ধু লাভ হবে। আজকের দিনে সাবধানে চলাফেরা এবং সঠিক পদক্ষেপ নিলে আপনার ভালো হবে। বটগাছের গোড়ায় জল ঢালুন। গ্রহ শান্তি বিধান হবে। সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে। সংসারে ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ।  

বৃষ: কাজের ভাল সুযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। মায়ের শরীর নিয়ে চিন্তা। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। বিবাহ যোগ আছে। কাউকে কথা দেওয়ার পূর্বে ভাবা দরকার। কর্মরতদের হঠাৎ কোন সমস্যা হলেও তা দূর হয়ে যাবে। অনাথ বালক বালিকাদের সাধ্যমত দান করুন। গ্রহদোষ খন্ডন হবে।

মিথুন: প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে যন্ত্রণা নিয়ে চিন্তা। চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলা মিটে যাবে। গৃহ ও পরিবেশ মাঝে মাঝে সমস্যাযুক্ত হবে। শিক্ষা কর্ম বিষয়ে চিন্তা দূর হবে।আপনার শরীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা দরকার। কাজে বেরোনোর পূর্বে কপালে টিপ লাগিয়ে বেরোবেন। সর্ব কাজে সফলতা পাবেন।

কর্কট: মায়ের স্বাস্থ্যের প্রতি নজর রাখা প্রয়োজন। উপার্জন ভাগ্য ভালো। অনেকদিনের পাওনা টাকা হাতে আসবে। আয় বৃদ্ধি পাবে। সম্মান ও যশ আছে। মহিলারা কপালে চন্দনের টিপ পরুন গ্রহ শান্তি বিধান হবে। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে বিবাদের সম্ভাবনা। খুব কাছের কোনও মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু প্রাপ্তি হতে পারে।  

সিংহ: প্রেম-ভালোবাসায় কিছু নতুনত্ব থাকবে। বন্ধু থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা। কর্মরতদের কর্মপরিবেশ অনুকূল হবে। নারায়ন পূজা করুন। শুভ ফল পাবেন। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে পা না বাড়ানোই শ্রেয়। 

কন্যা: সন্তানের স্বাস্থ্য বিষয়ে যত্নের প্রয়োজন। নতুন কোন ব্যবসার সুযোগ আসবে। গলা বা হাতে আঘাত লাগতে পারে। আপনার ভ্রমণযোগ আছে। আজ কোনভাবেই নেশা করবেন না। গ্রহ শান্তি বজায় থাকবে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ থেকে সাবধান। স্ত্রীর জন্য ভাল কোথাও ভ্রমণ হতে পারে। স্বজনবর্গের সঙ্গে বিবাদ হতে পারে। বন্ধুর সাহায্যে ভাল কিছু হতে পারে। 

তুলা: পায়ের যন্ত্রণা বাড়তে পারে। অন্যের সম্পত্তির ব্যাপারে দায়িত্ব নিতে হতে পারে। কোনও পশুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষ স্বপক্ষে থাকায় বাড়তি কিছু সুযোগ আসবে। কর্মসূত্রে দূরে যাওয়ার সম্ভাবনা।ঋণ পরিশোধ হবে ব্যবসা স্থান শুভ। ধর্ম স্থানে নারকেল দান করুন গ্রহ বিরূপতা পাবে।

বৃশ্চিক: কোন পুরাতন প্রেম বিষয়ে সাবধানে থাকতে হবে। বন্ধু থেকে সতর্ক থাকা দরকার। সহকর্মী থেকে দূরত্ব বজায় রাখলে ভালো হবে। আজ কারও কাছ থেকে কোনো ঋণ করবেন না। গ্রহদোষ খণ্ডন হবে। প্রতিবেশীর সঙ্গে বিবাদের জন্য কাজের ক্ষতি। দুপুরের পরে ব্যবসায় চিন্তা বৃদ্ধি। বন্ধুরূপী শত্রুর জন্য সাংসারিক অশান্তি। মধুর ব্যবহারে সকলের মন জয়। পেটের রোগ ফেলে না রাখাই শ্রেয়। 

ধনু: ব্যবসার কাজে বাধা পরতে হবে। বাইরের অশান্তি অনেক দূর যেতে পারে। পিতার জন্য খরচ বৃদ্ধি। অর্থ বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। গৃহ স্থান মাঝেমধ্যে উত্তপ্ত হবে। স্বামী-স্ত্রীর মধ্যে সহযোগিতা থাকবে। সন্তানের জন্য তেমন ভাবনা নেই। স্বাস্থ্য বিষয়ে যত্ন নেবেন। ভিক্ষুককে সাধ্যমত দান করুন আপনি নিজেই উপকৃত হবেন।

মকর: আয় নিয়ে হতাশা জাগবে। কর্ম ব্যস্ততা বাড়বে। বিদ্যার্থীদের ফল মনোমতো হবে না। প্রেম-ভালোবাসায় কিছু থাকলেও কিছু যোগাযোগ করবে। আজকের দিনে নীল রঙের বস্ত্র পরিধান করুন। গ্রহ শান্তির বিধান হবে। খরচ বাড়তে পারে। ব্যবসায় অতিরিক্ত আশা কষ্টের কারণ হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পরিবারে বিবাদ বাধতে পারে। প্রেমের প্রস্তাবে এখন রাজি না হওয়াই ভাল হবে। 

কুম্ভ: বিস্ফোরক কিছু মন্তব্য করা ঠিক হবে না। আর্থিক শিথিলতা থাকবে। ব্যবসায় ছোটখাটো সমস্যা আসবে। যদি ও বিনিয়োগ শুভ হবে। পশুকে দুধ খাওয়ান। অত্যন্ত সফলভাবে। বন্ধুদের থেকে একটু সাবধান থাকা দরকার। ঈর্ষাপরায়ণ বন্ধুর জন্য অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা। শত্রুর সঙ্গে চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি। 

মীন: গৃহপরিবেশ আপাতত শুভ। গৃহে কোন শুভ কাজ হতে পারে। সন্তানের কর্ম বিবাহ নিয়ে কিছু ভাবনা থাকবে। তবে বেশি ভাবনা চিন্তা না করাই শ্রেয়। আজ কাউকে বিমুখ করবেন না। সাধ্যমত দান করুন। গ্রহশান্তি বজায় থাকবে। প্রবাসীদের জন্য উন্নতির সুযোগ আসতে চলছে। কর্মক্ষেত্রে খুব সাবধানে চলবেন, নিজের দুর্বলতা অন্যকে বুঝতে দেবেন না। কোনও জরুরি আলোচনা থাকলে স্ত্রীর সঙ্গে করুন। 

Latest articles

Related articles