এই কবিতার বই কেউ পড়বে? বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর লেখা বই নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খিদিরপুরের এক অনুষ্ঠানে গিয়ে তীব্র সমালোচনা শোনা গেল বিচারপতির গলায়। প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রীর লেখা কবিতার বইয়ের মান নিয়ে।

ওই অনুষ্ঠান থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমাকে মার্জনা করবেন। কিন্তু, বিভিন্ন গ্রন্থাগারে এমন অখাদ্য বই সরবরাহ করা হচ্ছে, কোনও মনুষ্য সন্তান সেই বই পড়ে না। সম্পূর্ণ পরিকল্পিতভাবে সেই বই সরবরাহ করা হয়, সেই বই কিনতে বাধ্য করা করা হয়।কবিতার বইয়ের প্রথম লাইন যদি ‍‍`এপাং ওপাং ঝপাং‍‍` বা ‍‍`আমরা সবাই ড্যাং ড্যাং‍‍` হয় তবে সেই বই কি কেউ পড়বে?আমার তো মনে হয় না কেউ পড়বে বলে।”

এদিনের অনুষ্ঠান থেকে একইসঙ্গে তিনি বলেন, “এত অখাদ্য পুস্তক বিভিন্ন লাইব্রেরিতে সরবরাহ করা হচ্ছে সেগুলো কোনও মনুষ্য শাবক, মনুষ্য সন্তান তা পারবে চাইবে না। একেবারে পরিকল্পিতভাবে কিছু অখাদ্য পুস্তক সেখানে সরবরাহ করা হয়, কিনতে বাধ্য করা হয়। সেটা মানুষ পড়তে চায় না। এই বই কিনলে তবেই সাহায্য পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। এই ধরনের বই সরবরাহ হলে, উইপোকা ছাড়া কারও সুবিধা হবে না।”

খিদিরপুরে মাইকেল মধুসূদন লাইব্রেরির একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেই সরকারি গ্রন্থাগারের বর্তমান অবস্থা নিয়ে বলতে গিয়ে বিতর্ক বাড়িয়েছেন বিচারপতি। বলা যায় সরস্বতী পুজোর আগের দিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ে কার্যত বোমা ফাটালেন।

Latest articles

Related articles