সিরিয়াল প্রেমীদের জন্য বিরাট দুঃসংবাদ! মাঝপথে বন্ধ হল তিনটি মেগার শুটিং

ধারাবাহিকগুলি (Tv Serial) পুরোটাই টিআরপি (TRP) নির্ভর হওয়ার কারণে এখন প্রতিটি ধারাবাহিকের সঙ্গে প্রতিটি ধারাবাহিকের প্রতিযোগিতা চলে। প্রতি সপ্তাহতেই একটি নির্দিষ্ট দিনে টিআরপি তালিকা বের হয়। সেখানেই জানা যায় কোন ধারাবাহিক কত রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে। তবে কোনো ধারাবাহিকে টিআরপি রেটিং একটুও কম হলে সেই ধারাবাহিক কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দিতে বাধ্য হয়।

আমরা প্রত্যেকেই জানি সম্প্রতি জি বাংলা এবং স্টার জলসার পর্দায় বেশ কয়েক গুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হয়েছে। ধারাবাহিক গুলি শুরু হওয়ার সাথে সাথে দর্শকদের অনেক আশা-আকাঙ্ক্ষা থাকে ধারাবাহিক গুলি নিয়ে। ধারাবাহিকটি ভালো হবে, ধারাবাহিকের গল্প ভালো হবে সবকিছুই ভাবতে থাকেন দর্শক। কিন্তু ধারাবাহিকের গল্প ভালো না লাগলে দর্শক সেই ধারাবাহিক দেখে না। যার প্রভাব পড়ে সোজা টিআরপি রেটিং এর উপরে।

এবারে শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি নতুন শুরু হওয়ার তিনটি ধারাবাহিক বন্ধ হতে চলেছে। কিছুদিন আগেই এই তিনটি ধারাবাহিক নিয়ে দর্শকদের মনে উত্তেজনা ছিল। তবে বিশেষ কারণবশত এই তিন ধারাবাহিক এবারে বন্ধ করে দেওয়া হয়েছে জনপ্রিয় চ্যানেল এর পক্ষ থেকে। এই খবর শোনার পর থেকেই ধারাবাহিক প্রেমিরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। কারণ এই ধারাবাহিকগুলি নিয়ে দর্শকদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। তাই হঠাৎ করে এই দুঃসংবাদে প্রত্যেকে চিন্তিত হয়ে পড়েছেন।

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে কালার্স বাংলার তিনটি নতুন ধারাবাহিক যেগুলো শুরু হবার পথে ছিল। সেই তিনটি ধারাবাহিক শুরু হওয়ার আগেই তাদের শুটিং বন্ধ করতে চলেছে। কিছুদিন আগেই কালার্স বাংলার পর্দায় একসঙ্গে তিনটি ধারাবাহিক শুরু হবার কথা ছিল। দেবী নিয়ে কাণ্ড হেব্বি, প্রেম এভিনিউ এবং বিপতারিণী ট্রাস্ট এই তিনটি ধারাবাহিক শুরু হওয়ার কথা ছিল।

এই তিনটি ধারাবাহিক কালার্স বাংলায় খুব শীঘ্রই আসতে চলেছিল। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে প্রতিটি ধারাবাহিকের ২৬ টি করে এপিসোড শুটিং শেষ হয়েছিল। কিন্তু মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে আগামী দিনের শুটিং। কারণ চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে এই তিনটি ধারাবাহিকের টেলিকাস্টের সময় এখনো ঠিক করতে পারেননি চ্যানেল কর্তৃপক্ষ। সেই কারণে মাঝ পথে হামিয়ে দেওয়া হয়েছে শুটিং।

Latest articles

Related articles

spot_img