সোশ্যাল মিডিয়া একজন ব্যক্তিকে সেলিব্রেটি বানানোর ক্ষমতা রাখে। তেমন ভাবেই বদলে গিয়েছিল ভুবন বাদ্যকরের জীবন। বর্তমান সময় ভাইরাল হতে যেমন সময় লাগে না তেমনি তাকে ভুলতেও বেশিদিন লাগে না । তিনি কাঁচা বাদাম গান গেয়ে বাদাম বিক্রি করতো আর সেই গান ভাইরাল হওয়ার পর তিনি রাতারাতি সেলিব্রেটি হয়েগিয়েছিলেন । এমনকি তিনি নানা টিভি শো তে গিয়েছেন । সেই জায়গা থেকেই তিনি বাড়ি ,সেকেন্ড হ্যান্ড গাড়ি ,করেছিলেন । বর্তমানে সে সমস্ত কিছু খুইয়ে ভিখারি হতে বসেছে ।
বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম থেকে গোটা বিশ্বে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন । এর পর একের পর এক নতুন গান ও গেয়েছিলেলন । গরিব থেকে সে ধনী হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিলেন যেন সে স্বপ্নের দেশে ঘুরে বেড়াচ্ছিলেন । কিন্তু এখন তার সব হারিয়েছে ভুবন ।
বাড়ি হারিয়েছে এবং সাধ করে যে গান তিনি গেয়েছিলেন সে গান গাইতে পারছেন না । গাইলেই কপিরাইট পড়ছে । ভুবনের অভিযোগ তাকে ঠকিয়েছে । বীরভূমের এক মিউজিক সংস্থা মালিক গোপাল ঘোষ চুক্তির কাগজ দেখিয়ে তাকে ৩ লক্ষ টাকা দিয়ে ” কাঁচা বাদাম ” গানটি কপিরাইট কিনে নিয়েছেন । কিন্তু ভুবনকে কিছু জানাননি । ভুবন বলেন আমি অত পড়াশোনা জানি না আর ইংরাজি পড়তে জানি না। তাকে ঠকিয়ে তার থেকে গান কিনে নিয়েছে গোপাল ।তিনি এখন বাড়ি ভাড়া দিয়ে থাকছে । এই ভাবে কতদিন চলবে তা নিয়ে তিনি চিন্তিত ।এরপর ওই গোপাল এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি ।