Home রাজনীতি বড় চমক, এবার জিতেন্দ্র তিওয়ারির প্রশংসায় পঞ্চমুখ হলেন বাবুল সুপ্রিয়

বড় চমক, এবার জিতেন্দ্র তিওয়ারির প্রশংসায় পঞ্চমুখ হলেন বাবুল সুপ্রিয়

গত লোকসভা ভোটে বাংলার ৪২টি আসনের মধ্যে ১৮টি আসনে জয় লাভ করে বিজেপি। পশ্চিমবঙ্গে বিজেপির আশানুরূপ উত্থান দেখে একের পর এক নেতা বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুরু করে। সম্প্রতি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে সেই হাওয়া আরও তীব্র হয়। একের পর এক নেতা তৃণমূল থেকে ইস্তফা দিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান। ইস্তফা দেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।

জিতেন্দ্র তিওয়ারি ইস্তফা দেওয়ার পরে জল্পনা ছড়ায় বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। এর পরেই বিরোধিতায় নামেন আসানসোলের বিজেপি বিধায়ক তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁকে সমর্থন করেন আরও বেশ কয়েকজন বিজেপি নেতা। চাপে পড়ে জিতেন্দ্র তিওয়ারি জানাতে বাধ্য হন তিনি তৃণমূলেই আছেন।

এবার সেই বাবুল সুপ্রিয়র মুখেই শোনা গেল জিতেন্দ্র তিওয়ারির প্রশংসা। উল্লেখ্য, জিতেন্দ্র তিওয়ারি বলেন, গত ১০ বছরে বাংলার কোনও উন্নয়ন হয়নি, বিজেপির এই দাবি সঠিক। সে কথা উল্লেখ করে তিওয়ারির প্রশংসা করেন বাবুল সুপ্রিয়। যা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য–রাজনীতিতে।

প্রশ্ন উঠছে, তাহলে কি বাবুল সুপ্রিয়র মন গলেছে? উনি কি জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপিতে মেনে নেবেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার ‘‌আর নয় অন্যায়’‌ কর্মসূচিতে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, গত ১০ বছরে তৃণমূল সরকারের শাসনে এলাকার কোনও উন্নয়ন হয়নি। শাসকদলের নেতাদের পকেট ভরেছে শুধু।

ট্রেন্ডিং নিউজ