জি বাংলার সিরিয়াল হলো জগদ্ধাত্রী ।যেটিতে নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে ।এই ধারাবাহিক শুরুর প্রথম থেকেই টিআরপি তালিকাতে বেশ ভালোই ফল করেছে।এই ধারাবাহিকে অন্য ধারাবাহিকের মতো কুট কাচালি নেই যে কারণে দর্শকদের মন জয় করে নিয়েছেন।তবে একটি খবর সামনে আসছে ,শোনা যাচ্ছে এক নতুন চরিত্রের প্রবেশ ঘটতে চলেছে জগদ্ধাত্রীতে ।আর সেখানে থাকবে এক জনপ্রিয় অভিনেত্রী ।যিনি ইতিমধ্যেই একটি সিরিয়ালে নজর কেড়ে ছিলেন ,তিনি হলেন পিলু ।
প্রসঙ্গত জি বাংলায় একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল পিলু।যেখানে মুখ্য অভিনয় করতে দেখা যেত অভিনেতা গৌরব রায় চৌধুরী এবং অভিনেত্রী মেঘা দাকে ।সে ধারাবাহিক শেষ হয়েছে কয়েক মাস হয়ে গেছে তবে তারপরেই নতুন ধারাবাহিক নিয়ে ফিরতে দেখা গেছে অভিনেতা গৌরব কে । জি বাংলার রাঙা বৌ সিরিয়ালে আরও একবার শ্রুতি দাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা ।
তবে ভক্তদের আবেদনে আরো একবার মেঘাকে দেখা যেতে ছোট পর্দায়।জগদ্ধাত্রীতে খুব শ্রীঘই অভিনেত্রী মেঘ দায়ের প্রবেশ ঘটতে চলেছে ।আর সেটি নাকি একটা ধামাকা প্রোমো দিয়ে আসতে চলেছে এমনটা মনে করেছে দর্শক ।