বর্তমানে বয়স একটা সংখ্যা মাত্র । আগে মানুষের মধ্যে চিন্তা থাকতো বেশি বয়স হয়ে গেলে আর বিয়ে করে যাবে না ,আবার দ্বিতীয় বিয়েও করা যাবে না ।তবে বর্তমানে জনপ্রিয় মানুষের দ্বিতীয় বিয়ের প্রবণতা বেড়েছে । কেও সমবয়সী আবার কেও তার থেকে ছোট তাও বিয়ে করে নিচ্ছে । ওই যে বললাম বয়স সংখ্যা মাত্র । দুজনের মনের মিল থাকলেই চটজলদি বিয়ে সেরে নিচ্ছে । স্ত্রী থাকার সত্ত্বেও প্রাক্তন ক্রিকেটার অরুন লাল বয়সে ২৮ বছরের ছোট মেয়েকে বিয়ে করেন । ১৯৮০-র দশকে ভারতের নির্ভরযোগ্য ওপেনার ছিলেন অরুণ লাল। ভারতের হয়ে মোট ১৬টি টেস্ট ম্যাচে ৭২৯ রান করেছিলেন। একই সঙ্গে ১৩টি ওয়ানডে-তে ১২২ রান করেছেন। অরুণ লাল ১৫৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৬.৯৪ গড়ে ১০৪২১ রান করেছেন। এই সময়ে মোট ৬৫টি লিস্ট ‘এ’ ম্যাচে ২৮.৯০ গড়ে ১৭৩৪ রান করেছেন এই ক্রিকেট তারকা।
২০২২ সালে দ্বিতীয় বার বিয়ে করেন অরুন লাল ,পাত্রীর নাম বুলবুল সাহা পেশায় একজন শিক্ষিকা । সংবাদমাধ্যম সূত্রে খবর ,দীর্ঘ দিন ধরে একে অপরকে চেনেন তারপর ডেট করেন শেষে বিয়ে করেন তও আবার প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে । বুলবুলের থেকে জানা গেছে তাদের প্রেম প্রথম দর্শনে হয়নি । তার ব্যাক্তিত্বের ও দয়ালু মনের প্রেমে পড়েন তারপর দুজনে সিদ্ধান্ত নেন বিয়ে করার ।
৬৬ বছর বয়সে বিয়ে করার জন্য নেটিজেনদের নানান মন্তব্যের সম্মুখীন হতে হচ্ছে তাদের কেও বলছেন প্রতিটি বিবাহিত দম্পতিই নিজেদের সন্তান চান। সন্তানের (Child) মাধ্যমেই যে তাঁদের সম্পর্ক ভালো হয়ে যাবে, এই বিষয়টি অনেকেই মনে করেন। তবে এক্ষেত্রে সমাজে থাকা বহু মানুষই ভাবতে থাকবেন যে বয়সের এতটা তফাত দেখা দিলে সন্তান হওয়া সম্ভব নয়। তবে তাঁদের মনে রাখতে হবে যে এখন চিকিৎসা বিজ্ঞান অনেকটাই এগিয়ে গিয়েছে। এই কারণে এখন অনেক কিছুই হচ্ছে সম্ভব। এমনকী এসেছে আইভিএফ (IVF)। তবে এসব বাদ দিয়েও অ্যাডপ্ট করার সুযোগ রয়েছে। আবার সকলেরই যে সন্তান চাই, এমনটাও নয়। তাঁরা নিজেদের মতো করে জীবনে এগিয়ে যেতে চান।