আপনি কি চান আপনার কষ্টের টাকা জলে যাক আপনারই কিছু ভুলের জন্য?জেনে নেওয়া যাক কোন কোন জিনিসভুলের বসে বাড়িতে রাখলে কষ্টের টাকা জলে যায় ।
১.আপনার বাড়িতে কি কাঁটাযুক্ত গাছ তা হলে সঙ্গে সঙ্গে সেটা হটিয়ে ফেলুন ।কারণ কাঁটাযুক্ত গাছ রাখলে তা বাস্তুমতে শুধু আর্থিক কষ্টই সৃষ্টি হয় তাই নয় ,এই গাছ গুলো জীবনের সমস্যা ডেকে আনতে পারে ।
২.কাঁচ ভেঙে গেলে ঘরে রাখা উচিত নয় ।এতে ঘরে নেতিবাচক শক্তি আসতে পারে ,এছাড়াও অর্থের ক্ষতি হতে পারে ।
৩.গ্যাস বা ওভেনে কখনোই বেশি বাসন জমা রাখতে নেই ,রাখলে টাকা খরচের পরিমান বেড়ে যায় ।
৪.রান্নাঘরে কখনোই ওষুধ রাখা উচিত নয় ।ওষুধ রোগের লক্ষণ ।কেউ যদি রান্নাঘরে ওষুধ রাখেন তাহলে অসুস্থতার কারণে আপনার টাকা নষ্ট হতে শুরু করে ।
৫.বাড়িতে কল বন্ধ করার পরও কল থেকে টপ টপ করে জল পড়তে থাকলে তাতে ঘরের ক্ষতি হতে পারে ।টাকার খরচের পরিমান বেড়ে যায় ।বাড়িতে কোনো কল খারাপ থাকলে তা তাড়াতাড়ি সারাতে হবে।