আমরা অনেক ছবিতেই দেখি নায়িকারা নায়কদের মতো সমান ভাবে মারপিট ও এক জায়গা থেকে এক জায়গা ঝাঁপ মারে ।আসলে কি জানেন এই কারুকার্যের পিছনে কে থাকেন?সিনেমাতে দেখানো নায়ক নায়িকাদের মারপিটের পিছনে থাকে এক একটা স্ট্যান্ড ম্যান ,যারা এই মারপিট গুলো সত্যি সত্যি করে ।কিন্তু যাদের নাম কোনো রকম ভাবে প্রকাশিত হয় না ।
ঠিক সেই রকমই রাবন ,ধূম ২ ছবিতে নায়িকা ঐশর্য এর বদলে স্ট্যান্ড গুলো করেছেন সানবের পরদিওয়ালা ।মাত্র ১২ বছর বয়স থেকেই এই কাজ শুরু করেন তিনি ।ক্যারাটেতে ‘ব্ল্যাক বেল্ট’ তিনি।এক সাক্ষাৎকারে সানবের বলেন -“এই পেশায় যুক্ত অনেকেই পক্ষাঘাতে ভুগছেন ।অনেকে নানা রকম দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন ।কিন্তু এতটাই ছোট থেকে স্ট্যান্ড করতো যে ,তার এই পেশার প্রতি ভালোবাসা এসে যায় । তিনি দুশোর বেশি ছবিতে স্ট্যান্ড করে ফেলেছে ।