প্রতিবার প্রেমদিবস বাড়ির বাইরে কাটিয়ে বিরক্ত হয়ে যাচ্ছেন ।এবার একটু নতুন ভাবে করার চেষ্টা করছেন।প্রিয় মানুষটিকে বাড়িতে থেকেই স্পেশাল অনুভব করাতে চাইছেন ,তা হলে বাড়িতে থেকেই এই জিনিস গুলো করবেন প্রিয় মানুষটি খুশি হবে –
১.প্রতিদিন তো খাওয়ার টেবিলে বসেই খাওয়াদাওয়া করেন ।এক দিন না হয় বাড়ির বারান্দাটায় সুন্দর করে সাজিয়ে তুলে সেখানেই করতে পারেন খাওয়াদাওয়ার ব্যবস্থা ।হালকা শীতের আমেজ ,একটি সুগন্ধি মোমবাতি ,টুনি বাল্ব ,অল্প নাস্তা আর ওয়াইন গ্লাসে চুমুক ।প্রেম দিবসের সন্ধ্যায় এমন পরিবেশে একান্তে খানিকটা সময় কাটাতে পারলে আর কি চাই ।
২.প্রেম দিবসে নতুন কিছুর স্বাদ পেতে নতুন কোনো খেলাও খেলতে পারেন ।না লুডো কিংবা ক্যারাম কথা বলছি না ।অনলাইনে খোঁজ করলেই প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন ধরণের খেলার সামগ্রী পাওয়া যায় ।সে রকম কিছু খেলনা অর্ডার করুন ।প্রেম দিবসের সন্ধ্যাটি আরও রঙিন হয়ে উঠবে ।
৩.যৌনজীবন একঘেয়ে হয়ে গিয়েছে? প্রেম দিবসে নতুন অভিজ্ঞতা হলে কেমন হয় ?ঘনিষ্ঠ মুহূর্তকে আরও বেশি রোমাঞ্চকর করতে নতুন ধরণের খোলামেলা অন্তর্বরাস ব্যবহার করতেই পারেন ।সঙ্গীকে উৎসাহিত করতে এই এক অব্যার্থ টোটকা ।যৌনতার সাধবদল করতে নতুন কিছু প্রচেষ্টা চালিয়ে যান ।ভালো লাগবে সঙ্গীর।