বর্তমানে জঙ্গল কেটে একের পর এক ফ্ল্যাট ,কারখানা তৈরী হচ্ছে ।আমরা চেষ্টা করলে গাছ কাটা রুখতে পারি ,এছাড়াও আমরা গাছ লাগাতেও পারি ।আমরা কমবেশি সকলেই গাছ বসাতে ভালোবাসি তবে বাড়ির ক্ষেত্রে কিছু গাছ আছে যে গুলি না বসানোই ভালো।জেনে নেওয়া যাক কোন কোন গাছ বাড়ির পক্ষে ক্ষতিকর –
খেজুর গাছ
খেজুর গাছ দেখতে ভালো,আমরা বাড়িতে অতিরিক্ত জায়গা পরে থাকলেই এই গাছ বসিয়ে দিই ।আসলে গাছটি বাড়িতে না রাখাই ভালো ।কারণ এই গাছ নাকি বাড়িতে অশুভ প্রভাব ফেলে ।
কাঁটা জাতীয় গাছ
যারা গাছ ভালো বাসেন তারা অনেকেই ক্যাকটাস জাতীয় কাঁটা গাছ বাড়িতে বসান ।আর এই গাছ গুলো কম যত্নে বাড়িতে বেড়ে ওঠে তাড়াতাড়ি ।এর ফুল গুলোও বেশ সুন্দর হয় কিন্তু এই গাছ বাড়িতে বসানো উচিত না ।বসালে জীবন কণ্টকময় হয়ে যায় ।
বনসাই
বনসাই গাছ বাগান কিংবা ঘর সাজাতে ব্যবহার করা হয় ।যায় গাছের তেমন বিশেষ কোনো যত্ন নিতে হয় হয় না ।ঘরের এক কোন রেখে দিলেও বেশ থাকে ।কিন্তু বাস্তু মতে এই গাছ ঘরে রাখা একদমই ঠিক নয় ।এতে অর্থনৈতিক সংকট নেমে আসতে পারে।