আমিরের সঙ্গে প্রেম বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ফাতিমা সানা

ফাতিমা সানা শেখ আমির খানের সঙ্গে দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দঙ্গল’ ছবিতে তারা ছিলেন বাবা-মেয়ের চরিত্রে। এরপর ২০১৮ সালে ‘ঠাগস অব হিন্দুস্থান’-এ এক লাফে তারা প্রেমিক-প্রেমিকা!

২০২১ সালে দ্বিতীয় সংসারের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান। তারপর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। আর এজন্য দ্বিতীয় সংসার ভেঙেছে; তারপর বিষয়টি চাপা পড়ে যায়। এক মাস আগে ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী ফাতিমা সানার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয় তাদের বিয়ের গুঞ্জন।

সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, আমির খানকে জড়িয়ে প্রেমের খবরে তিনি খুব বিব্রত। ফাতিমা বলেন, ভীষণ অদ্ভুত ব্যাপার! আমার মা টিভি দেখে বলতে থাকেন দেখ তোর ছবি দেখাচ্ছে। আমি তখন বলি, হেডলাইন পড়ো কী লেখা আছে সেটা জানার জন্য।

অভিনেত্রী আরও বলেন, এসব গুজবে প্রথমে খুব বিরক্ত লাগতো। তখন নিজেকে বোঝাতেন যে কী হয়েছে, কেন হয়েছে।’ কিন্তু এখন? ফাতিমা বলেন, ‘আমি এখন নিজেকে কিছুই বোঝাই না। কারণ আমি এটা বুঝেছি, তুমি যাই করো না কেন মানুষ তোমাকে নিয়ে কথা বলবেই।

Latest articles

Related articles