মাত্র তিন মাসের মাথাতেই শেষ হয়ে গিয়েছে স্টার জলসার (Star Jalsha) নতুন সিরিয়াল মাধবীলতার (Madhabilata) পথচলা। এই সিরিয়ালটিতে অভিনয় করছিলেন সুস্মিত মুখার্জি এবং শ্রাবণী ভুঁইয়া (Shrabani Bhunia)। বাংলা সিরিয়ালের সুন্দরী অভিনেত্রী শ্রাবণী এর আগে জি বাংলাতে ‘জীবন সাথী’ সিরিয়ালে অভিনয় করেছিলেন। তারপরে চ্যানেল বদলে স্টার জলসার নতুন সিরিয়ালে কাজের সুযোগ পেয়ে যান তিনি। তবে তার দুর্ভাগ্য, সিরিয়ালটি বেশি দিন চলল না।
শ্রাবণীকে নিয়ে যে নতুন সিরিয়াল সম্প্রচারিত হচ্ছিল স্টার জলসায় তাতে একটি গ্রামের আদিবাসী মেয়ের জীবনের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছিল। মাধবীলতা গাছ বাঁচাতে চায়। চোরা শিকারিদের হাত থেকে গাছ রক্ষা করার জন্য সেই একাই লড়াই করে। চোরাশিকারীদের চরম শত্রু মাধবীলতার গল্প বেশ পছন্দই করছিলেন দর্শকরা। শুরুর পর কয়েক সপ্তাহের মধ্যেই স্লট লিডার হয়েছিল এই সিরিয়ালটি। কিন্তু শেষমেষ বন্ধই হয়ে গেল মাধবীলতা।

আচমকা সিরিয়াল বন্ধের খবর মন ভীষণ খারাপ হয়ে গিয়েছিল দর্শকদের। বিশেষত শ্রাবণীর জন্য একটা খারাপ লাগা কাজ করছিল ভক্তদের মনে। তবে শ্রাবণীর ভক্তদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। কারণ খুব শীঘ্রই নাকি আবার সিরিয়ালে ফিরতে চলেছেন তিনি। স্টার জলসার এক জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বেঁধে আসছে শ্রাবণীর নতুন সিরিয়াল।
শ্রাবণীর সঙ্গে নতুন সিরিয়ালে জুটি বেঁধেছেন অভিনেতা সৈয়দ আরেফিন। তাকে এর আগে স্টার জলসার ‘খেলাঘর’ সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলেন দর্শকরা। অবশ্য স্টার জলসা চ্যানেলের পুরনো নায়ক তিনি। সৈয়দ এর আগে মনামী ঘোষের সঙ্গে ‘ইরাবতীর চুপ কথা’ সিরিয়ালেও ছিলেন। এরপর স্বীকৃতি মজুমদারের সঙ্গে ‘খেলাঘর’ তাকে আরও জনপ্রিয় করে তোলে দর্শকদের কাছে।

আপাতত শ্রাবণী এবং সৈয়দকে নিয়ে স্টার জলসাতে আসছে একটা নতুন সিরিয়াল। আসলে বাংলা চ্যানেলগুলোর নতুন পলিসি অনুসারে এখন টিআরপির উপর বিচার করেই ধারাবাহিকের ভাগ্য নির্ধারিত হচ্ছে। অবশ্য টিআরপি না থাকলেই শুধু নয়, মাঝে মাঝে অজ্ঞাত কারণেও বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক জনপ্রিয় সিরিয়াল। যেমন ধুলোকণা, মাধবীলতার সঙ্গে সম্প্রতি এমনটাই ঘটেছে।

মাধবীলতা শেষ হওয়ার পর শ্রাবণীকে আবার নতুন সিরিয়ালে দেখার জন্য দাবি জানাচ্ছিলেন দর্শকরা। অবশেষে তাদের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে এবার। স্টার জলসাতেই নতুন সিরিয়ালে সৈয়দের সঙ্গে আবার নতুনভাবে ফিরছেন শ্রাবণী। খেলাঘরের পর শান্টু গুন্ডাও এবার পর্দায় ফিরতে চলেছে নতুন রূপে। অন্যদিকে পূর্ণা অর্থাৎ স্বীকৃতিকে নিয়েও আসছে একটা নতুন সিরিয়াল যার নাম মেয়েবেলা।