সরস্বতী পূজো কোন তারিখে হবে,কোন সময় হবে ,কোন মন্ত্র বললে বাগ্দেবী সন্তুষ্ট হয়!তা জেনে নিন

সারা বছর ধরে সরস্বতী পুজোর জন্য সবাই অপেক্ষা করে থাকে বিশেষ করে স্কুলে পাঠরত ছেলে মেয়েদের কাছে একটা উৎসব হিসাবে পরিগণিত হয় ।বসন্ত পঞ্চমী দিন সরস্বতী পূজো করা হয় ।মা সরস্বতী আরাধনা করলে জ্ঞান ও বিদ্যা লাভ হয় ।এই দিনে মা সরস্বতী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে ।এ বছর আগামী ২৬ জানুয়ারি বসন্ত পঞ্চমী উৎসব পালিত হবে ।বসন্ত পঞ্চমী অনেক জায়গায় শ্রীপঞ্চমী এবং অনেক জায়গায় সরস্বতীপঞ্চমী নামেও পরিচিত ।এছাড়াও অনেক জায়গায় ঋষিপঞ্চমী নামেও পরিচিত ।

পুজোর সময়

মাঘ মাসের তিথি অর্থাৎ বসন্ত পঞ্চমীর (Basant Panchami 2023) তিথি শুরু হচ্ছ ২৫ জানুয়ারি সন্ধ্যে ৬টা ২০ মিনিট ১১ সেকেন্ডে এবং শেষ হবে ২৬জানুয়ারি বিকেল ৪তে ৩৮মিনিট ৫৩সেকেন্ড ।এটি সন্তপঞ্চমী ,শ্রীপঞ্চমী , জ্ঞানপঞ্চমী এবং মধুমাস নাম পরিচিত ।কথিত আছে ,এই দিন থেকেই শীত শেষ হয়ে বসন্ত ঋতু শুরু হয় ।এই দিনে সঙ্গীত ও জ্ঞানের দেবীর আরাধনা করলে মানুষের বুদ্ধি প্রখর হয় ।এই বসন্তপঞ্চমী দিন বাচ্চাদের হাতে খড়ি দিয়ে শিক্ষা শুরু হয় ।

সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র (Saraswati Puja 2023 Pushpanjali Mantra)

ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে,ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে ।।
নমঃ নমো নমঃ ।বেদ -বেদাঙ্গ -বেদান্ত -বিদাস্তানেব এব চ।।এস সচন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতে নমঃ ।।

Latest articles

Related articles