বেশ কয়েক ক্রিকেটার আছে যারা শুধু নিজেদের খেলার জন্য বিখ্যাত হয়নি বরং নিজেদের ব্যাক্তিগত কাজকর্মের মধ্যে দিয়েও বিখ্যাত হয়েছেন।এমন অনেক ক্রিকেটার আছে যারা বিয়ের করার আগেই বাবা হয়ে গিয়েছেন ।এবং এই বিষয় নিয়েই তারা খেলার পর প্রধানত বেশি আলোচিত ।জেনে নেওয়া যাক কোন কোন ক্রিকেট খেলোয়াড় সন্তান হওয়ার পর বিয়ে করেছেন –
হার্তিক পান্ডে
২০২০ সালে মাঝ সমুদ্রে হাটু গেড়ে প্রপোজ করেছিলেন ভারতীয় খেলোয়াড় হার্তিক পান্ডে নাতাশা কে ।তার কিছুদিন পরই তাদের মুখে শোনা যায় তাদের বেবির কথা ।তাদের ছেলের নাম অগস্ত ।২০২৩ সালে তারা ছেলে কোলে নিয়ে ধুমধাম করে বিবাহ করে।
ডেভিড ওয়ানয়ার
২০১৪ সালে ডেভিড ওয়ানয়ারের সে সময়ের বান্ধবী ক্যান্ডিস কন্যাসন্তানের জন্ম দেন ।এরপর ২০১৫ সালে বিয়ে সেরে ফেলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ওয়ানার ।বর্তমানে তিনি তিন মেয়ের বাবা ।
ইমরান খান
পাক সাংবাদিক জেমিমাকে ১৯৯৫ সালে ১৬ মে বিয়ে করেছিলেন পাকিস্তান খেলোয়াড় ইমরান খান । তবে বিয়ের আগেই ইমরান সন্তানের বাবা হয়েছিলেন। ১৯৯২ সালে প্যারিসে গিয়ে ইমরান বিবাহ সেরেছিলেন ।