Homeলাইফস্টাইল'জন্মানোর পর থেকে তাদের বুঝিয়ে দেওয়া হয় পুরুষ কখনো কাঁদে না' পুরুষ...

‘জন্মানোর পর থেকে তাদের বুঝিয়ে দেওয়া হয় পুরুষ কখনো কাঁদে না’ পুরুষ দিবসে পুরুষদের প্রতি শ্রদ্ধা জানাই

পুরুষদের দায়িত্ববোধ নিয়ে বলতে গেলে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে, দায়িত্ববোধ তাদের রক্তে থাকে। জন্মানোর পর থেকে তাদের বুঝিয়ে দেয়া হয় পুরুষ কখনো কাঁদে না। বরং মেয়েদের কান্না মুছিয়ে দেয়ার জন্য তারা পাশে থাকে ভরসার হাত হয়ে।

একটা ছেলে হুটহাট করে নিজের মনের কথাগুলো কারো কাছে বলে বেড়াতে পারে না। কারন সমাজ আর পরিবেশ থেকে সে বুঝে যায় তাকে কখনো ভেঙ্গে পরতে হয় না। অথচ কখনো কখনো তাদেরও মন ভাঙ্গে, কান্না পায়। কিন্তু দিনের আলোতে নয়, রাতের অন্ধকারে কাঁদতে হয়। কারন সে একজন পুরুষ।

সংসারের সমস্ত দায়িত্ব একা হাতে সামাল দেয়ার নামই পুরুষ। দূর দূরান্তে পরে থাকে মাসের পর মাস নিজের প্রিয় মানুষগুলোকে ছেড়ে। কিচ্ছু চাওয়ার নেই কারো থেকে তাদের। শুধু দিনশেষে একটা ভরসার কাঁধ প্রয়োজন হয় যাতে সারাদিনের ক্লান্তি টুকু এক নিমিষেই দূর হয়ে যায়।

ট্রেন্ডিং নিউজ