বর্তমানে দর্শক ওয়েব সিরিজ প্রেমী | এখনকার দিনের দর্শক যেন দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। কিছু দর্শক আজও প্রেক্ষাগৃহে গিয়ে সিলভার স্ক্রিনে চলচ্চিত্র দেখতে পছন্দ করেন। কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা সময়ের অভাবে পথচলতি অবস্থায় কিংবা অবসর সময়ে নিজের স্মার্টফোনে বিভিন্ন ওয়েব সিরিজ (web series) দেখতে পছন্দ করেন।
আগে এই ওয়েব সিরিজের খুব একটা চল না থাকলেও, বর্তমান সমাজের কাছ ওয়েব সিরিজ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে একদিকে যেমন অনেক নতুন মুখদের দুর্দান্ত অভিনয় দেখতে পাওয়া যায়, তেমনই অনেক ওয়েব সিরিজে চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীদেরও দেখা যায়। অনেকে সময় আসন্ন ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের মধ্যেকার উন্মাদনা থাকে চোখে পড়ার মতন। তবে এবার দেখে নিন এই নতুন বছরে আপনাদের জন্য কি ই ওয়েব সিরিজ অপেক্ষা করছে।
ইন্দুবালা ভাতের হোটেল (Indubala Vater Hotel)- এই প্রথমবার ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। খুব শীঘ্রই হইচইতে মুক্তি পেতে চলেছে পাঠক মহলে ভীষণভাবে জনপ্রিয় উপন্যাস কল্লোল লাহিড়ীর লেখা ‘ইন্দুবালা ভাতের হোটেল’।
ইন্দু ২ (Indu 2)- প্রায় দুই বছর আগে এই ওয়েব সিরিজের প্রথম পর্ব মুক্তি পেলেও, এবার এই বছরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব। ইশা সাহা অভিনীত এই ওয়েব সিরিজের প্রথম ভাগ রহস্যে ভরপুর থাকার কারণে দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষারত দর্শকদের অপেক্ষার দিন শেষ হতে চলেছে এই বছরের মাঝামাঝিতে।
আবার প্রলয় (Abar Proloy)- ২০১৩ সালে বড় পর্দায় বাস্তব ঘটনা অবলম্বনে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘প্রলয়’ বেশ দাগ কেটেছিল দর্শকদের মনে। তবে এবার রাজ চক্রবর্তী পরিচালিত এবং ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জী, কৌশানী মুখোপাধ্যায়, জুন মালিয়া অভিনীত ‘আবার প্রলয়’ মুক্তি পেতে চলেছে জি ফাইভে।