রোজ ডে থেকে কিস ডে ,দেখে নিন ভ্যালেন্টাইন সপ্তাহের সম্পূর্ণ তালিকা

ফ্রেবুয়ারী মাস মানে প্রেমের মাস।৭ থেকে ১৪ তারিখ পর্যন্ত চলে প্রেমের মরসুম।সব প্রেমিক -প্ৰেমিকা ও বিবাহে বন্ধনে আবদ্ধ মানুষের কাছে এই দিন গুলো খুব স্পেশাল । তবে এই ভ্যালেন্টাইন উইকের প্রতিটা দিন আলাদা আলাদা দিবস পালন করা হয় এবং এই প্রত্যেকটা দিনের আলাদা আলাদা গুরুত্ব আছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক প্রেমের সপ্তাহে কোন দিন কোন দিবস উদযাপিত হবে এবং এর অর্থ কী ।

রোজ ডে – ৭ ফেব্রুয়ারি

এই দিনটি রোজ ডে হিসেবে পালিত হয়। এই দিন প্রেমিক-প্রেমিকারা একে অপরকে তাদের ভালবাসার প্রতীক হিসেবে লাল গোলাপ দেয় ।এছাড়াও বন্ধুত্বের ভালোবাসা প্রকাশের জন্য সাদা ও হলুদ গোলাপ দিতে পারেন।

প্রপোজ ডে – ৮ ফেব্রুয়ারি

এই দিনটি ভালোবাসা প্রকাশের দিন ।কেও যদি কাউকে ভালোবেসে থাকেন তবে এইদিনে মনের কথা বলে দিতে পারেন ।দেখেবন আপনার সঙ্গীনি খুশি হবে।

চকোলেট ডে – ৯ ফেব্রুয়ারি

প্রেম দিবসের তৃতীয়তম দিন হলো এই দিনটি ।এই দিনে চকলেট দিয়ে ভালোবাসা প্রকাশ করলে ভালোবাসাটিও মিষ্টি প্রকৃতির হয় ।

টেডি ডে – ১০ ফেব্রুয়ারি

কার না গিফ্ট পেতে ভালো লাগে ।আর সব মেয়েরাই টেডি ভালোবাসেন ,তাই এই দিনে টেডি উপহার দিলে আপনার সঙ্গীনি ভীষণ আনন্দিত হবেন|

প্রমিজ ডে – ১১ ফেব্রুয়ারি

মনের মানুষ টিকে নিয়ে ঠিক কোন কোন স্বপ্ন আপনার আছে ।ভালোবাসা যেমন জুরুরি তেমনি অঙ্গীকারও প্রয়োজন ।একটা ছোট ম্যাসেজ লিখে ফেলুন দেখবেন সম্পর্কের হালটা আরো দৃঢ় হয়েছে।

হাগ ডে – ১২ ফেব্রুয়ারি

দিনের শেষে এক শান্তির আশ্রয় বোধহয় ভালোবাসার মানুষটার বুকেই পাওয়া যায় ।আর বিশেষ দিনে না হয় একটু বেশি বেশি জড়িয়ে ধরলেন ।জড়িয়ে ধরলে আর কোনো কথা মুখ দিয়ে প্রকাশ করতে হয় না ।

কিস ডে – ১৩ ফেব্রুয়ারি

কিস হলো প্রেম প্রকাশের একটি অন্যতম দিক ।তাই স্থান কাল বিচার করে মনের মানুষকে কিস করায় যেতে পারে ।

ভ্যালেন্টাইন্স ডে – ১৪ ফেব্রুয়ারি

অবশেষে আসে ভালোবাসার সবচেয়ে বড় দিন ভ্যালেন্টাইন ডে ।প্রেম দিবসের সাথে সাথে প্রেমের সপ্তাহ শেষ হয়ে যায়।আমরা জানি প্রতিদিন প্রেমিক প্রেমিকাদের কাছে ভ্যালেন্টাইন ডে ,কিন্ত তাও একটা স্পেশাল ডে থাকে ভালোবাসার জন্য আর সেই দিনটি হলো আজকের দিন ।সুন্দর করে সাজিয়ে ফেলে একটা ছোট ডেট ও করতে পারেন মনের মানুষের সাথে ।

Latest articles

Related articles