দেখতে দেখতে কেটে গেল আরো একটা সপ্তাহ। প্রত্যেক সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশ করা হয়ে থেকে। বিশেষ কোনো কারণ এসে উপস্থিত না হলে মূলত বৃহস্পতিবারেই বাংলা টেলিভিশন টিআরপি তালিকা প্রকাশ করা হয়ে থাকে। টেলিভিশনে এই প্রতিযোগিতার বাজারে টিআরপি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এখন হরদম প্রায় প্রত্যেক মাসেই একটা না একটা নতুন ধারাবাহিক টেলিভিশনের পর্দায় এসে ভিড় জমায়। আর এই ধারাবাহিকগুলি পুরনো চলতি ধারাবাহিকের টিআরপিতে বেশ প্রভাব ফেলছে। তবে যে ধারাবাহিক গুলি সত্যিই ভালো গল্প সম্প্রচার করছে সেগুলি সবাইকে টেক্কা দিয়ে শীর্ষ অবস্থান করছে। তাদের জায়গা থেকে সরানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে নতুন ধারাবাহিকগুলির ক্ষেত্রে।
এইবার দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকাতে প্রথম পাঁচে জায়গা করে নিলো কোন কোন ধারাবাহিক। প্রথম স্থানে অবস্থান করছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২।
প্রথম এবং দ্বিতীয় স্থানের মধ্যে খুব একটা নম্বরের বিভেদ লক্ষ্য করা যাচ্ছে না। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলার আরো এক জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। টিআরপিতে ৭.১ পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করেছে এই মেগা। এই সপ্তায় টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৫ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার নবাগত জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ। এই সপ্তাহে ৬.৪ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নাম্বার ৬.২।
1st •• ফুলকি ৭.২
2nd •• নিম ফুলের মধু ৭.১
3rd •• কোন গোপনে ৬.৫
4th •• শুভ বিবাহ ৬.৪
5th •• জগদ্ধাত্রী ৬.২