মেয়েরা একা থাকলে গোপনে করে এই ৫টি কাজ!

নারীকে বোঝা সহজ তবে ওদের মন বোঝা কঠিন ,এই রকম কথা কমবেশি সব পুরুষের মুখেই শুনবেন । তবে নারীর মন বুঝতে গেলে আগে বুঝতে হবে সে কি কি করে দিন কাটায় । আর মেয়েরা যদি বাড়িতে একা থাকে তাহলে কি কি করে জেনে নিন

১.মেয়েরা খুব ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করে তাও আবার যদি একা থাকে ,সামান্য তারা বগলের দুর্গন্ধ নিয়েও চিন্তা করে । এবং ভাবতে থাকে এই গন্ধ থেকে কি ভাবে রেহাই পাবে ।

২.বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে আগে মহিলারা একটা নিরিবিলি ঘর খুঁজে নেয় তারপর তারা তাদের অন্তবাস খুলে ফেলে ।এটার মধ্যে দিয়ে তারা অনেক শান্তি অনুভব করে।

৩.একা থাকলে তারা নিজেদের ঘনিষ্ট সম্পর্ক নিয়ে চিন্তা করে । জেটার কারণে তাদের মন ভালো ও খারাপ লক্ষ্য করা যায় ।

৪.গর্ভবতী হলে কেমন দেখতে লাগবে নিজেকে সেই নিয়ে প্রায় সব মেয়েরই কৌতূহল রয়েছে। একা থাকলে সেই সুযোগটা হাতছাড়া করতে চায় না সে। পোশাকের মধ্যে একটা বালিশ ঢুকিয়ে আয়নার সামনে দেখে নিতে পারে কেমন লাগছে নিজেকে।

৫.অনেকের মাঝে থাকল বহু মহিলাই মন খুলে নিজের প্রিয় কাজটা করতে পারেন না। তাই একা থাকলে সেইসব সুপ্ত ইচ্ছা জেগে ওঠে তাদের মনে। তখন গান চালিয়ে উদ্দাম নাচ বা তারস্বরে গান গাইলেও অবাক হবেন না। কারন তখন অন্য কোনও দিকেই মন থাকে না তাদের।

Latest articles

Related articles