ফিগার নষ্ট হওয়া নিয়ে কমবেশি অভিনেত্রী চিন্তিত থাকে ।শোনা যায় বাচ্ছা হয়ে গেলে ফিগার নষ্ট হয়ে যায় ।অভিনেত্রীদের ফিগার নষ্ট হলে কেরিয়ার ও নষ্ট হয়ে যায় ।এমন অনেক অভিনেত্রী আছে যারা ফিগার আর কেরিয়ার নষ্টের ভয়ে বাচ্ছা নেয় নি ।তবে কি সেই চিন্তাতেই প্রিয়াঙ্কা চোপড়া এমন একটি পদক্ষেপ গ্রহণ করেছে ।এক বছর পর তিনি প্রকাশ করলেন তার এই রকম পদক্ষেপ নেওয়ার কারণ –
২০২২ সালের জানুয়ারি মাসে মা হন বলিউড জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং বাবা নিক জোনাস। সারোগেসির মাধ্যমে সন্তার জন্ম হয় তাদের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের। তারপর কম বিতর্ক হয়নি মিডিয়া পাড়ায় । কেউ কেউ মন্তব্য করেন, সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার থেকে মা না হওয়া অনেক অনেক ভাল।আবার কেও তার মেয়ে মালতিকে বলে ভাড়া করা মেয়ে । কিন্তু এত দিন মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। মেয়ের জন্মের এক বছর পর ভাঙলেন সেই নীরবতা।
কেন গর্ভ ভাড়া (সারোগেসি) মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা। তিনি জানান , তার শরীরে অনেক রকমের শারীরিক সমস্যা ছিল। মা হওয়ার জন্য সারোগেসি আবশ্যক হয়ে দাঁড়িয়েছিল আমার । সে ভাগ্যবতী যে, তার সেই ক্ষমতা আছে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য। যিনি এ প্রক্রিয়ায় সাহায্য করেছেন তার কাছে আমি কৃতজ্ঞ। আমাদের জীবনের সবচেয়ে অমূল্য ধনকে সযত্নে রাখার জন্য।”
বর্তমানে মা মেয়ের যুগলবন্দী সেরা হয়ে উঠেছে ।ইতিমধ্যে মা মেয়েকে নিয়ে বেশ কয়েকটি ফটোশুট ও করেছেন ।