ব্রাজিল অভিনেত্রী হলেন ক্লডিয়া । ১৯৮৫ সালে রোক সান্তেইরো নামে একটি শোতে অভিনয়ের মাধ্যমে ক্লডিয়ার পেশাদার অভিনয় জীবন শুরু হয়। এরপর থেকে তিনি অসংখ্য টেলিনোভেলাতে (ল্যাটিন আমেরিকান টিভি সোপ অপেরা) অভিনয় করেছেন এবং দীর্ঘ ক্যারিয়ারে একাধিক পুরস্কার জিতেছেন ।
সম্প্রতি সোনা যাচ্ছে ৫৫ বছর বয়সে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন ।এ খবর শুনে ক্লডিয়া ও তার সকল বন্ধুরাই হতবাক হয়ে যায় । ক্লডিয়া বলেন ‘আমি সাধারণভাবে সন্তানধারণ করতে অক্ষম ছিলাম। আমার আগের দুই সন্তানও এসেছে আইভিএফ পদ্ধতির মাধ্যমে। যখন আমি তৃতীয় সন্তান হওয়ার কথা জানতে পারি, তত দিনে আমার মনে হয়েছিল আমার ঋতুবন্ধ হয়ে গিয়েছে। ৫৫ বছর বয়সে স্বাভাবিক পদ্ধতিতে সন্তানধারণ করা আমার কাছে সত্যিই বিস্ময়ের ।
ক্লডিয়ার প্রথম সন্তান এনজো, তার বয়স ২৫ বছর আর দ্বিতীয় সন্তান সোফিয়া, তার বয়স ২০। নবজাতক পুত্র সন্তানটি হলো তৃতীয় স্বামীর প্রথম সন্তান যার নাম লুকা ।
এর আগে অনেকেই বেশি বয়সে মার্তৃগর্ভে সন্তান গ্রহণ করেছেন যেমন -২০২১ সালে নিউ হ্যাম্পশায়ারের এক শিক্ষক ৫৭ বছর বয়সে সুস্থ সন্তানের জন্ম দিয়েছিলেন। ২০১৯ সালে ৬৭ বছর বয়সী চিনা নারীর সন্তানধারণের বিষয়টিও আলোচনায় এসেছিল।