কিভাবে বুঝবেন আপনি টক্সিক সম্পর্কে জড়িয়ে আছেন?

আমাদের জীবনে চলার পথে একটা মনের মানুষ কে বেছে নিই জীবনসঙ্গী হিসাবে।এই জীবনসঙ্গী ওপর আমরা বিশ্বাস ও ভরসা রাখি।একটা জীবনসঙ্গী আপনাকে এগিয়ে যেতে ও পিছিয়ে ফেলতে পারে।তবেএটা নির্ভর করে আপনি সুস্থ নাকি টক্সী সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন।বিষাক্ত সম্পর্কের মধ্যে থেকেও আমরা বুঝে উঠতে পারি না ,আর বুঝলেও কি করণীয় তা ভাবতে পারি না ।আগে আসি কি করে বুঝবো আমরা এক বিষাক্ত বা টক্সিক সম্পর্কের মধ্যে জড়িয়ে আছি।

সম্মান না করা

সম্পর্কে থাকলে একে অপরকে সম্মান করা উচিত।কোনো জায়গায় আপনার অসম্মান হচ্ছে দেখলে আপনার পাশে গিয়ে দাঁড়াবে ,সেও আর পাঁচজনের মতো আপনাকে অসম্মান করবে না ।আর যদি দেখেন আপনাকে সে একই ভাবে অসম্মান করছে থাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনি একটা অসুস্থ সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন।

ঈর্ষা(হিংসা)

আমরা অনেকেই ভাবি ঈর্ষা ভালোবাসার প্রকাশ ।আপনার জীবনসঙ্গীর কাছে অন্যের নাম সুনাম করলে সে রাগ প্রকাশ করে এবং আজে বাজে কথাও বলে ,আমরা এগুলো কে ভাবি সে আমার প্রতি পজেসিভ । এটা কিছুটা মেনে নেওয়া যায় তবে আপনার প্রতি সন্দেহের মাত্রা যদি বেশি হয় তা হলে বুঝবেন আপনি একটা টক্সিক সম্পর্কে পড়েছেন ।

মানসিক চাপ

আপনার সঙ্গী যদি আপনাকে মানসিক চাপ দেয় ,তাহলে বুঝবেন আপনি বিষাক্ত সম্পর্কে জড়িয়ে আছেন ।সুস্থ সম্পর্কে থাকলে আপনি মানসিক শান্তিতে থাকতেন ।সম্পর্কে মানসিক চাপ থাকলে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে ।

শারীরিক নির্যাতন

আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনার জীবনসঙ্গী বারে বারে মিলিত হতে চায় ,তবে এটিও একটি টক্সিক সম্পর্ক হতে পারে।

Latest articles

Related articles