জটিল রোগে আক্রান্ত হৃতিক রোশন, মাঝেমধ্যেই ছুটছেন হাসপাতালে,উদবিগ্ন বলিউড

বলিউড অভিনেতা হৃতিক রোশান কিছুদিন আগেই তার শারীরিক সমস্যাজনিত সংবাদ শুনিয়েছিলে সংবাদ মাধ্যমকে ।বিগত কয়েক বছর ধরেই শারীরিক কিছু সমস্যায় ভুগছিলেন তিনি ।অবশেষে জানা গেলো হৃতিক রোশনের শরীরে বাসা বেঁধেছে বিরল রোগ । হতে পারে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট।বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিভাগের বাইরে তাঁর দেখা মিলতেই উদ্বিগ্ন অনুরাগীরা। কী এমন হল তাঁর? সূত্রের খবর, রক্ত জনিত সমস্যায় ভুগছেন অভিনেতা। দীর্ঘদিন ধরেই এই সমস্যা তাঁর রয়েছে। মাঝেমধ্যে আরও চাগার দিয়ে ওঠে সেই অসুস্থতা। এর আগেও অনেকবার নির্দিষ্ট কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে।

কিছুদিন আগেই নতুন প্রেমিকা সবা ,আজাদ এবং দুই ছেলেকে নিয়ে ইউরোপ থেকে ঘুরে এলেন অভিনেতা ।এরপর সোনা যাচ্ছিলো শ্রীঘই নাকি সবার সঙ্গে বিয়ের দিনক্ষণ ঘোষণা করতে চলেছেন তিনি ।তার মধ্যেই এই নতুন বিপদ ।যা শুনে অনুরাগীদের মন ভারাক্রান্ত ।

জানা গেছে ,”ব্যাং ব্যাং”ছবির শুটিং চলাকালীন মাথায় আঘাত পেয়েছিলেন হৃতিক ।সেই সময় রক্ত জমাট বেঁধে যায় তার মস্তিষ্কে ।পরিস্থিতি বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিলো যে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে ।এরপর “ওয়ার “ছবির বেলাতেও হৃতিক অবস্থা ভালো কি হিল না ।অভিনেতা নিজে জানিয়েছেন ,ওই সময় তিনি শারীরিকভাবে মোটেও ছবি করার জন্য প্রস্তুত ছিলেন না ।প্রতি মুহূর্তে তাই মনে হচ্ছিলো ,”এই ছবির সময় মরেই যাবো “।

শরীর অসুস্থ থাকার সত্ত্বেও তিনি থেমে থাকেননি ,একের পর এক কাজ করে চলেছেন অভিনেতা ।শ্রীঘ্রই তাকে সিদ্ধান্ত আনন্দের পরিচালনায় ‘ফাইটার ‘ছবিতে দেখা যাবে ।এই ছবিতে একজন পাইলটের চরিত্রে অভিনয় করছেন তিনি ।

Latest articles

Related articles