জনসংযোগ বাড়াতে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই মিছিলে হাঁটছেন রাহুল গান্ধী। জনসমর্থন ফিরিয়ে আনতে ভারত জোড়ো যাত্রা শুরু করেছে দেশের শতাব্দীপ্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। ইতিমধ্যেই এই যাত্রায় অংশগ্রহণ করেছেন বহু তারকা থেকে সাধারণ মানুষ, কংগ্রেস নেতা এবং সাধারণ সমর্থকরা। কিছুটা হলেও এই মুহূর্তে আলোচনায় এই যাত্রা।
এদিকে, এই ‘ভারত জোড়ো যাত্রা’-র বিষয়ে হরিয়ানায় সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে তাঁর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন করতেই অদ্ভুত কথা বলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, ‘আপনাদের মনে যে রাহুল গান্ধী আছে, তাঁকে আমি মেরে ফেলেছি।’
হ্যাঁ ঠিকই শুনছেন, খোদ রাহুল গান্ধী এই ধরনের মন্তব্য করেছেন ভরা সাংবাদিক সম্মেলনে। তাঁর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান উপস্থিত সকলেই। কংগ্রেস নেতা বলেন, ‘যে রাহুল গান্ধীর ছবি আপনাদের মনে রয়েছে, তাঁকে আমি মেরে ফেলেছি। আমার মনে তার কোনও জায়গাই নেই। চলে গিয়েছে সে, চলে গিয়েছে। যে ব্যক্তিকে আপনারা দেখছেন তিনি রাহুল গান্ধী নন। সে আপনাদের দিকে তাকিয়ে আছে।’ এই মন্তব্যে উপস্থিত সাংবাদিকরা সকলেই অবাক হয়ে যান। কংগ্রেস সাংসদ কেন এই কথা বলছেন? এই প্রশ্নই তখন সবাই ভাবছেন। রাহুল তাঁদের হিন্দুধর্ম এবং ভগবান শিবকে নিয়ে পড়াশোনা করতে বলেন। তিনি বলেন, এটা করলেই তাঁর কথার মর্মার্থ উপলব্ধি করতে পারবেন তাঁরা।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, ‘আমার কথা আপনারা বুঝতে পারছেন না। একটু হিন্দু ধর্ম সম্পর্কে পড়োশোনা করুন। শিবজি সম্পর্কে একটু পড়াশোনা করুন, সব বুঝতে পারবেন। এভাবে ঘাবড়ে যাবেন না।’ এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘আসলে রাহুল গান্ধী আপনাদের মনে রয়েছে। আমার মাথায় নেইই। রাহুল গান্ধী বিজেপির মাথায় আছে। আমার মাথায় নেই।’
নিজের ভাবমূর্তি সম্পর্কে তিনি বলেন, ‘ভাবমূর্তি নিয়ে আমার কিছু যায়-আসে না। ভাবমূর্তি নিয়ে আমার কোনও আগ্রহই নেই। যে ভাবমূর্তি আপনার মনে রাখতে চান, রেখে দিন। আপনার মনে আমার ভাল ভাবমূর্তি হলে, সেটাই থাক। খারাপ হলে, তাও থাক। সেটা আপনার ভাবনা, আমার নয়।’ রাহুল গান্ধী দাবি করেছেন, ভাবমূর্তি নিয়ে তিনি একেবারেই ভাবিত নন। কারণ, ভাবমূর্তি নিয়ে ভেবে তিনি কিছু করতে পারবেন না। তাঁকে তাঁর কাজটা করেই যেতে হবে।