Home বিনোদন আমার শরীর ইচ্ছে হলে আমি দেখাব,ক্লিভেজ অবধি পৌঁছানোর পথ দেখালেন অভিনেত্রী

আমার শরীর ইচ্ছে হলে আমি দেখাব,ক্লিভেজ অবধি পৌঁছানোর পথ দেখালেন অভিনেত্রী

কথায় হোক কিংবা উপস্থিতিতে সবসময়ই নিজের সাহসিকতার পরিচয় দিয়ে থাকেন শ্রীলেখা মিত্র। টলিপাড়ার জনপ্রিয় এই অভিনেত্রী সোমবার নিজের ফেসবুকে শেয়ার করেছেন একটি ছবি। যেখানে তার ক্লিভেজ দৃশ্যমান। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আগে আমার চোখে হারাও। ক্লিভেজ তার মিষ্টি সময়টা নিয়ে নেবে’।

একই প্রসঙ্গে শ্রীলেখা আরও জানিয়েছেন, ‘‘অনেকেই আমাকে নিয়ে অনেক আজেবাজে কথা বলেন। আমার কোন ধরনের পোশাক পরা উচিৎ বা উচিৎ না, সেই বিষয়েও পরামর্শ দেন। কিন্তু তুমি কে ভাই? আমার শরীর। ইচ্ছে হলে আমি দেখাব। কিন্তু আমার ক্লিভেজ অবধি পৌঁছতে গেলে, আগে আমার মন ছুঁতে হবে।’’ শ্রীলেখার মতে, নারীর সৌন্দর্যকে উপভোগ করার মধ্যে কোনো অন্যায় নেই। তবে দেখার নামে নোংরামি করা একদমই বরদাস্ত করবেন না তিনি।

উল্লেখ্য, খোলামেলা ছবির জন্য মাঝেমধ্যেই কটূ কথা শুনতে হয় শ্রীলেখাকে। তবে যৌনতা নিয়ে বরাবরই অকপট শ্রীলেখা। তবে বাস্তবের ছবিটাও অভিনেত্রীর অজানা নয়। সেই ছবিতে যদিও কোনও রকম পরিবর্তন আনতে চাননি তিনি। তার কথায়, জানি অনেক পুরুষ আমাকে নিয়ে ফ্যান্টাসাইজ করেন। এই বয়সেও আমি যদি কারও ফ্যান্টাসির বিষয় হই, তা হলে তা তো ভাল লাগার বিষয়।

ট্রেন্ডিং নিউজ