মেয়েরা তাদের মনের কথা সহজে প্রকাশ করতে চায় না বা করে না ।নারীমনের গভীরে না ঢোকা গেলেও কথা শুনে কিছুটা তাদের ইচ্ছাশক্তির কথা জানা যায় ।এই কথার মধ্যে দিয়েও মনের গোপনে লুকিয়ে থাকা নানান তথ্য বেরিয়ে আসে ।
মেয়েদের মন বোঝা সহজ নয়। তার চেয়ে পুরুষের মন হয় অনেক সহজ সরল ।ছেলেদের কাছে সবচে কষ্টসাধ্য কাজ হলো মেয়েদের মন বোঝা ,কারণ মেয়েরা তাদের মনের কথা সহজে প্রকাশ করতে চায় না ।এমনই জটিল সমস্যা সরল করার জন্য আজকের প্রতিবেদন –
মেয়েরা তাদের বয়স অনুযায়ী ছেলেদের পছন্দ করে।যেমন -১৬ থেকে ১৮ বছরের মেয়েরা বেশিরভাগ সিনেমার নায়কের মতো সুদর্শন পুরুষ চায় তার জীবনে ।
কয়েকজনের কাছে জানা গেছে ,শান্তশিষ্ট মেয়েরা পছন্দ করেকরে হাসিমুখের ছেলেদের ।যে তাকে কোথায় কোথায় হাসবে ।
অন্য দিকে দুরন্ত স্বভাবের মেয়েরা জীবনসঙ্গী হিসাবে খোঁজেন শান্ত স্বভাবের ছেলেদের ।
যেসব ছেলে মেয়েদের একটু বেশি আদর যত্নে রাখে, প্যাম্পার করে এমন ছেলেদেরও কিন্তু মেয়েরা পছন্দ করে। যারা মেয়েটির কোনও ভালো কাজ মনে রেখেছেন এবং সেই কাজের সূত্র ধরে তার প্রশংসা করেন, এমন ছেলেরাও রয়েছেন মেয়েদের পছন্দের তালিকায়। প্রেমিক, বিয়ে, স্বামী, যৌনজীবন ইত্যাদি নিয়ে মেয়েদের অনেক স্বপ্ন থাকে। ছোট থেকেই মেয়েরা সেই স্বপ্ন দেখেন তাদের স্বপ্নের মানুষকে নিয়ে।
মেয়েরা যদি কাওকে একবার মন থেকে চায়, তবে হাজার বিঘ্ন ঘটলেওসে সেই ছেলেকেই বিয়ে করে ।