রাজ্যজুড়ে শীতের প্রকোপ, জানুয়ারীর শীতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বাড়ির বাইরেও যেমন জাঁকিয়ে ঠান্ডা আবার বাড়ির ভেতরেও একই অবস্থা। এই পরিস্থিতিতে লেপ-কম্বল ছাড়া কোনো গতি নেই। তবে সারাদিনে কম্বল মুড়ি দিয়ে থাকা কোনোভাবেই সম্ভব নয়। এই অবস্থায় আজ আমরা এমন একটি ডিভাইসের সন্ধান নিয়ে এসেছি যা লেপ-কম্বলের চাহিদা দূর করবে।
কারণ, এই ডিভাইসের মাধ্যমে আপনি খুব সহজেই বিছানার চাদর গরম করে নিতে পারবেন। শুধু তাই নয় এই ডিভাইসটি এতোটাই ছোটো যে আপনি চাইলে যে কোনো জায়গায় সেটি বহন করতে পারেন। আর দামের দিক দিয়ে দেখতে গেলেও এটি পকেটসুলভ। অনলাইনে অর্ডার করলে দু’দিনের মধ্যেই সেটি পৌঁছে যাবে আপনার বাড়ি। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই ডিভাইস সম্পর্কে।
এটি আসলে একটি হিটিং প্যাড। ‘MEDIRELIEF’ নামক এই হিটিং প্যাড এখন আলোচনায় রয়েছে। ফ্লিপকার্টে এটির দাম 1,299 টাকা। তবে অফারে 46 শতাংশ ছাড়ের পর আপনি এটি কিনতে পারবেন 694 টাকায়। যেদিন অর্ডার করবেন তার ঠিক দু’দিনের মধ্যে সেটি আপনার বাড়িতে পৌঁছে যাবে। তবে এটি ছাড়াও ফ্লিপকার্ট থেকে আপনি ‘MCP গ্রে ভেলভেট’ অর্থোপেডিক ইলেকট্রিক হিটিং বেল্ট অর্ডার করতে পারেন।
সেটিও এই একই কাজ করে। এটার দাম যদিও 1,599 টাকা। তবে ছাড়ের পর সেটি পেয়ে যাবেন মাত্র 675 টাকায়। এই বেল্ট আপনি পরতেও পারেন আবার বিছানার চাদরের নীচেও রাখতে পারেন। অন্যদিকে এটি জয়েন্টের ব্যথা সারাতে সাহায্য করে। আপনার যখন প্রয়োজন হবে আপনি এটি বৈদ্যুতিক প্লাগে ফিট করে নিলেই সেটি গরম হতে শুরু করবে।