বাংলা পঞ্জিকা মতে আগামী ১৮ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হবে। এই মাসে মহাদেবের বিশেষ আরাধনা করে থাকেন শিবভক্তরা। শ্রাবণে শিবের পুজো করলে সহজেই তার আশীর্বাদ লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। ভক্তি সহকারে তাকে ডাকলে ভক্তের মনোবাঞ্ছা তিনি পূরণ করেন। এমনকি সামান্য এক গ্লাস জলেই খুশি হন তিনি।
এই বছর শিবরাত্রিতে শিব পুজোর সময় ১৬ জুলাই রাত ১২টা ৭ মিনিট থেকে শুরু হয়ে ১২টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে। তবে জ্যোতিষ গণনা অনুসারে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে দেখা যাচ্ছে যে এই শ্রাবণে শিবের আশীর্বাদ বিশেষ ভাবে থাকবে চার রাশি (Zodiac) -র জাতকদের উপর। মহাদেবের কৃপায় শিবরাত্রি থেকে জীবনের সব সুখ ও সৌভাগ্য লাভ করবেন এই চার রাশির জাতকরা। জেনে নিন কোন কোন রাশি এই তালিকায় আছেন।
সিংহ (Leo Rashi) – সিংহ রাশির জাতকদের জন্য শ্রাবণ মাসে আশীর্বাদের বন্যা বয়ে যাবে। অর্থ লাভ হবে, যা অর্থনৈতিক দিককে শক্তিশালী করবে। হাতে একটি বড় চুক্তি বা প্রজেক্ট আসতে পারে। জীবনে উন্নতির সব পথ খুলে যাবে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। ব্যবসায়িক অংশীদারের সাহায্য পাবেন।
মেষ (Aries Rashi) – জ্যোতিষ অনুসারে এই শ্রাবণে ভোলেবাবার আশীর্বাদ থাকবে মেষ রাশির জাতকদের উপর। এই সময় জীবনে উন্নতি করার প্রচুর সুযোগ পাবেন মেষ রাশির জাতকরা। বাবা মায়ের সম্পর্ক খুব ভালো হবে এবং পরিবারে সুখ ও শান্তি বিরাজ করবে আপনার। মেষের জাতকদের এই শ্রাবণে নিয়মিত শিবলিঙ্গে জল ঢালার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাকেল সব রকম বিপদ আপদ থেকে আগলে রাখবেন স্বয়ং মহাদেব।
মিথুন (Gemini Rashi) – এই রাশির জাতকদের শ্রাবণ মাসে অর্থ-লাভ হবে। যে কারণে অর্থনৈতিক দিক মজবুত হবে। চাকরি ও ব্যবসার জন্য সময় কোনো বরের চেয়ে কম নয়। সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক মধুর হবে। আপনার স্ত্রীর সাথে সময় কাটান।
ধনু (Sagittarius) – শ্রাবণ মাসে শিবের কৃপায় কেরিয়ারে প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন ধনু রাশির জাতকরা। নিজের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও ফোকাস করুন। শ্রাবণে প্রচুর আর্থিক লাভ হবে, সাফল্য ও সমৃদ্ধি হাত ধরাধরি করে থাকবে ধনু রাশির জাতকদের সঙ্গে। মহাদেবের আশীর্বাদে শ্রাবণ মাসে আপনার সামনে থেকে সব বাধা দূর হয়ে যাবে। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিক ভাবে নিতে পারবেন।