বিজেপি ছাড়ছেন তারকা বিধায়ক হিরন চট্টোপাধ্যায়, সম্প্রতি এমনই গুঞ্জন উঠেছে রাজনৈতিক মহলে। বিশেষ করে এক তৃণমূল নেতার সঙ্গে তার ভাইরাল হওয়া ছবি এই গুঞ্জন কে আরো অনেকটাই বাড়িয়ে দিয়েছে। যদিও সত্যি ই তিনি বিজেপি ছাড়ছেন কিনা তা নিয়ে এবার মুখ খুললেন খোদ তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
সম্প্রতি ভাইরাল হওয়া যে ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাতে দেখা গিয়েছে হিরন চট্টোপাধ্যায়ের যে ছবি রয়েছে তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। এবার এই ভাইরাল হওয়া ছবি নিয়ে মুখ খুললেন হিরন।
খড়গপুরের এই বিধায়ক জানান, তিনি বিজেপিতে ছিলেন এবং সেখানেই থাকবেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অফিসে তার ছবি নিয়ে প্রশ্ন তুললে তিনি বলেন, “আপনারা ছবির কথা বলছেন। আমি বলছি কাল ভিডিয়োও আসতে পারে। আজকের পৃথিবীতে ডিজিটালাইজেশন আর আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স মিলিয়ে যেকোনও জিনিস যেকোনওভাবে বানানো সম্ভব।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তিনি বৈঠক করেছিলেন কিনা জানতে চাইলে খড়্গপুরের বিধায়ক জানান, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত একসঙ্গে ঘুরেছি, একসঙ্গে জেলায় জেলায় ঘুরে প্রচার করেছি। একসঙ্গে হোটেলে থেকেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছি, অফিসে গিয়েছি। কিন্তু ২০২১ সালের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আর কখনও দেখাও হয়নি।”
কখনো তৃণমূলে যোগদান করতে চান কিনা জানতে চাইলে কটাক্ষের সুরে খড়্গপুরের তারকা বিধায়ক জবাব দেন, “কোনও সৎ লোক তৃণমূলের ঝান্ডা ধরতে চায় না। প্রথিতযশা শিল্পী, অভিনেতা, ডক্টরেট সবাই চুরিতে সামিল হয়ে গিয়েছেন। একটা চোর চোট্টার দল তৃণমূল।”