ঘরের তুলসী গাছ শুকিয়ে যাওয়া শুভ নাকি অশুভ? জেনে নিন

হিন্দু ধর্মে তুলসীর অনেক গুরুত্ব রয়েছে, যে কারণে আপনি বেশিরভাগ হিন্দু বাড়িতে তুলসী গাছ পাবেন। এই উদ্ভিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি স্বাস্থ্যের জন্যপি অত্যন্ত উপকারী ।সেই কারণে এটিকে ওষুধের মর্যাদা দেওয়া হয়েছে ।কিন্তু মাঝে মাঝে দেখা যায় বাড়ির তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে ,তবে কি এটা কোনো অশুভ সংকেত ।জেনে নেওয়া যাক তুলসী গাছ শুকিয়ে গেলে কি হয় –

১.নতুন তুলসী গাছ আনার কিছুদিন পরই সেটি শুকিয়ে গেলে, এটি পিতৃদোষের দিকে ইঙ্গিত দেয়। বাস্তু শাস্ত্র মতে বার বার তুলসী গাছ শুকিয়ে গেলে বুঝতে হবে যে সেই পরিবারে পিতৃদোষের ছায়া রয়েছে। পিতৃদোষের ফলে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য থাকে ও কলহ সৃষ্টি হওয়ার সম্ভবনা থাকে।

২.যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে লক্ষী ও ভগবানের বিষ্ণুর আশীর্বাদ থাকে ।ধর্মীয় ভাবে নিয়মিত তুলসী গাছের পূজা করলে দেবী লক্ষীর আশীর্বাদ পাওয়া যায় ।তুলসী গাছ সবসময় সবুজ থাকতে হবে ।শুখিয়ে গেলে বাড়িতে অশুভ বলা হয় ।

৩.যে ঘরে তুলসী শুকিয়ে যায় সে ঘরে মা লক্ষী থাকেন না।তুলসী পাতা সবুজ এবং সবুজ রং বুধ গ্রহের প্রতীক।তাই তুলসী গাছ শুকিয়ে গেলে নদী বা জলাশয়ে ভাসিয়ে দিতে হয় ।এর পর নতুন একটি তুলসী গাছ লাগাতে হয় ।

৪.তুলসী গাছের ভালো করে যত্ন নিতে হয় ।ধর্মীয় মোতে ,রবিবার তুলসীকে জল দেওয়া উচিত নয় ।তুলসীর এই নিয়মগুলি মেনে চললে ঘরে আশীর্বাদ আসে ।

Latest articles

Related articles