জাঁকিয়ে পড়লো ঠান্ডা, বিদায়বেলায় ফিরল শীতের আমেজ, কি জানালো আবহাওয়া দপ্তর ?

তাপমাত্রা যে নিম্নগামী হবে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তার পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। সেই মোতাবেক আবারো জাঁকিয়ে ঠান্ডা ফিরেছে বাংলায়। পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা দিনের সর্বনিম্ন তাপমাত্রা আবারো ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে। আগামী কয়েক দিনে তা আরো দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে নামতে পারে বলে জানানো হয়েছে। মোটের উপর গোটা বাংলা জুড়েই এখন শীতের আমেজ।

গত ২ ফেব্রুয়ারি শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর ৩ ফেব্রুয়ারি তা একটু কমে দাঁড়ায় ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ৪ ফেব্রুয়ারি তা আরও কমে দাঁড়াল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসে। পাঁচ দিনের শীতের এই মিনি স্পেল সোমবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

দক্ষিণবঙ্গ জুড়েই সকালের দিকে হালকা কুয়াশা মাখা মেঘলা আবহাওয়া দেখা যাবে। তবে বেলা বাড়ার সাথে সাথেই ঝলমল করে রোদ উঠবে। এই মুহূর্তে আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবেই কলকাতা শহরের থেকে দূরের জেলাগুলি সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কলকাতা থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা ৭ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকবে।

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে বৃহষ্পতিবার । একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং সংলগ্ন এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে শনিবার। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে দেশজুড়ে। এর প্রভাবে রবিবারের মধ্যে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ-সহ উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া
গোটা পশ্চিমবঙ্গ জুড়েই আগামীকালের আবহাওয়া আজকের মতই থাকবে। তবে দিনের সর্বনিম্ন তাপমাত্রার সামান্য পতন ঘটতে পারে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। রাজ্যের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে সামান্য কুয়াশা দেখা যেতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা গুলি এবং পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে ঠান্ডা বেশি পড়বে।

Latest articles

Related articles