আরো একবার জগদ্ধাত্রী, ফুলকির জয়জয়কার টিআরপিতে! জনপ্রিয়তা বজায় রাখল অনুরাগের ছোঁয়া! কথা ঢুকলো সেরা পাঁচে! পর্ণা গেল কোথায়?

বর্তমানে বাংলা টেলিভিশনের( Bengali television)একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করা হয় টিআরপি(TRP list)তালিকাকে। ধারাবাহিক যতই জনপ্রিয়তা পাকনা কেন টিআরপি তালিকায় ভালো ফলাফল না করতে পারলে সেই ধারাবাহিকের ভবিষ্যৎ যে অনিশ্চিত তা জেনে গেছে দর্শক। দীর্ঘ কয়েক মাস ধরে বেশ কিছু ধারাবাহিককে দর্শকদের চাহিদার থাকা সত্ত্বেও বন্ধ করে দিতে হয়েছে শুধুমাত্র টিআরপির অভাবে।

তাই এই টিআরপি তালিকার ফলাফলের জন্য প্রতি সপ্তাহে মুখিয়ে থাকে দর্শক। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা প্রকাশিত পায়। আর সেখানেই জানা যায় কোন ধারাবাহিক সারা সপ্তাহ ধরে দর্শকদের মনোরঞ্জন করতে সফল হয়েছে। প্রসঙ্গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে জি বাংলার বেশ কিছু ধারাবাহিক টিআরপি তালিকায় শীর্ষস্থান বজায় রেখেছে।

কয়েক মাস আগে পর্যন্ত স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া” এই স্থান বজায় রেখেছিল। কিন্তু তারপরেই তাকে সেই জায়গা থেকে সরিয়ে “জগদ্ধাত্রী” এবং “নিম ফুলের মধু” শীর্ষস্থান দখল করে নিয়েছে। এবার দেখার পালা এই সপ্তাহেও একই রকম ধারাবাহিকতা বজায় রাখতে পারে কিনা জি বাংলার ধারাবাহিক গুলি।

গত সপ্তাহের টিআরপি তালিকার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে জগদ্ধাত্রী এবং ফুলকি একে অপরের স্থান বজায় রাখতে পারলেও জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু অনেকটাই নিচে নেমে এসেছিল। আর আবার একবার অনুরাগের ছোঁয়া উঠে এসেছিল সেরা পাঁচে। এবার জানার পালা, এই সপ্তাহে টিআরপি তালিকা।

প্রসঙ্গত এই সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে জগদ্ধাত্রী, দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি ও গীতা এলএলবি, তৃতীয় স্থানে নিম ফুলের মধু, চতুর্থ স্থানে অনুরাগের ছোঁয়া, এবং পঞ্চম স্থানে কথা।

1st •• জগদ্ধাত্রী ৮.৭
2nd •• ফুলকি / গীতা LLB ৮.১
3rd •• নিম ফুলের মধু ৭.৮
4th •• অনুরাগের ছোঁয়া ৭.২
5th •• কথা ৭.১

Latest articles

Related articles

spot_img