ভারতবর্ষে একটি বৃহত্তম টেলিকম সংস্থা হল জিও রিলায়েন্স (Jio Reliance)। যার মালিক হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এই টেলিকম সংস্থা ভারতে আসার পর থেকে ভারতের টেলিকম সংস্থায় ব্যাপক পরিবর্তন হয়েছে। ভারতে এসে 4G পরিষেবা চালু করেছে এই টেলিকম সংস্থা। এর পাশাপাশি 5G পরিষেবা গ্রাহকদের দিচ্ছে জিও রিলায়েন্স। সম্প্রতি নতুন বছরে জিও ফ্যামিলি রিচার্জে এক দুর্দান্ত অফার নিয়ে এসেছে, যা ব্যবহার করতে পারবে পুরো পরিবার। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
অন্যান্য টেলিকম সংস্থার থেকে জিও রিলায়েন্স টেলিকম সংস্থার প্ল্যানগুলির দাম হয়তো একটু বেশি। তবে কিছু কিছু ক্ষেত্রে জিও রিলায়েন্স টেলিকম সংস্থা বেশ দুর্দান্ত অফার দেয় গ্রাহকদের। নতুন বছরে জিওর বেশ কিছু প্লানে দাম বেড়েছে। তবে জিওর ফ্যামিলি রিচার্জ প্ল্যানের এক দুর্দান্ত অফার এনেছে জিও রিলায়েন্স। যে প্যাকেজ পরিবারের একজন রিচার্জ করলে ব্যবহার করতে পারবে পুরো পরিবার।
নতুন বছরে জিও ফ্যামিলি প্লানের যে দুর্দান্ত অফার এসেছে সেই অফারে পরিবারের একজন রিচার্জ করলে ব্যবহার করতে পারবে পরিবারের তিনজন মানুষ। এই রিচার্জ প্ল্যানের প্যাকেজ হলো ৭৯৯ টাকার। এই প্যাকেজ থেকে পরিবারের তিনজন জিও ব্যবহারকারী পাবেন প্রতিদিন আনলিমিটেড কল, ১০০ টি করে এসএমএস, দেড় জিবি ডাটা। এর পাশাপাশি পাবে ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন এবং ২০০ জিবি ডাটা রোলওভার।
তবে এই সুবিধা জিওর সকল গ্রাহক পাবে না। এই সুবিধা পাবে জিওর পোস্টপেইড ব্যবহারকারীরা। এছাড়া জিও ফাইবার গ্রাহকদের জন্য রয়েছে প্রিপেডে এ ও জিও ফ্যামিলি রিচার্জ। সেখানেও রয়েছে দুর্দান্ত সুবিধা। তাই সুযোগ হাতছাড়া না করে পরিবারের একজন রিচার্জ করে রিচার্জ প্ল্যানের ফায়দা লুটুন তিনজন মানুষ।