মোটা অংকের মাইনের চাকরি করছেন অথচ টাকা থাকছে না মানিব্যাগে? জীবনে শখ পূরণের জন্য ইচ্ছা সাথে প্রয়োজন টাকা , কিন্তু আপনার কাছে টাকা থাকে না আপনার মানিব্যাগ শুন্য হয়ে পরে । আপনার মানিব্যাগ এই এই জিনিস গুলো রাখেন না তো ? রাখলে মহাবিপদ ,জেনে নিন কোন কোন জিনিস মানি ব্যাগে রাখা যাবে না
কোনো প্রকার বিল নিজেদের মানি ব্যাগে রাখা উচিত নয় জ্যোতিঃশাস্ত্রে এমনটাই বলা আছে ।এছাড়াও পার্শে ফোনের বিল বিদুৎতের বিল এমনকি গৃহের কোন বিল রাখা যাবে না । যদি এগুলো রাখেন তবে আপনার অপ্রোজনীয় ব্যায় আপনি নিজেই ডেকে আনবেন ।
কিছু লোক দেবদেবীর ছবি নিজেদের ব্যাগে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়ায় ,তবে এটা মোটেও ঠিক না । এই রকম করলে দেবী লক্ষী ক্ষুব্ধ হতে পারেন । যার ফলে আপনার অর্থ সংকট দেখা দিতে পারে ।
আপনি ভুলেও ব্যাগের মধ্যে পূর্বপুরুষের ছবি রাখবেন না । আমরা সবাই পূর্বপুরুষকে শ্রদ্ধা করি কিন্তু সেই ফটো ব্যাগে না রেখে বাড়িতে রাখাটাই শ্রেয় । এই দিক গুলো না মেনে চললে আপনার অর্থ দুর্নীতি ক্রমশ বেড়ে চলবে ।