মহিলা IPL-এ কলকাতার ফ্রাঞ্চাইজিও! দল কিনতে মরিয়া আদানি-হলদিরাম

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে উল্লেখযোগ্য সংযোজন এবার পুরুষদের আইপিএলের ধাঁচেই শুরু হচ্ছে মহিলাদের আইপিএল (Women IPL)। চলতি বছর ৩ মার্চ শুরু হতে চলেছে মহিলা আইপিএলের প্রথম মরশুম। যা চলবে ২৬ মার্চ পর্যন্ত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল (IPL) ইতিমধ্যেই গোটা ক্রিকেটবিশ্বে প্রতিযোগিতামূলক এই লিগের জনপ্রিয়তা আকাশছোঁয়া।

সূত্রের পাওয়া তথ্য অনুযায়ী, এই মহিলা আইপিএলে অংশ নেবে মোট পাঁচটি দল। শহরভিত্তিক দল হওয়ার তালিকায় রয়েছে কলকাতা, আহমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি, ধরমশালা, ইন্দোর, গুয়াহাটি, লখনউ ও মুম্বই। ফলে কলকাতাবাসীদের জন্য সুখবর যে কেকেআরের পর আরেকটি ক্রিকেট ফ্রাঞ্চাইজি আসার সম্ভাবনা রয়েছে শহরে। উল্লেখ্য, এই শহরগুলিকে তাদের প্রধান ক্রিকেট স্টেডিয়ামের দর্শকাসনের ভিত্তিতে বেছে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

মহিলাদের আইপিএলকে বাণিজ্যিক ভাবে সফল করার ক্ষেত্রে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না বিসিসিআই। ইতিমধ্যেই রেকর্ড দামে বিক্রি হয়েছে মহিলাদের আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব। সম্প্রচারের জন্য ভারতীয় বোর্ডের সঙ্গে ২০২৩ থেকে ২০২৭ সাল, অর্থাৎ ৫ বছরের জন্য চুক্তি হয়েছে ভায়াকম ১৮-র। মোট ৯৫১ কোটি টাকাতে সম্প্রচার স্বত্ব কিনেছে তারা। আর এবার টুর্নামেন্টের দল কেনার জন্য দরপত্র জমা দিল ৩০টিরও বেশি কোম্পানি। তার মধ্যে অন্যতম আদানি (Adani) গ্রুপ, হলদিরামের (Haldiram) মতো বিখ্যাত সংস্থাও রয়েছে।

সূত্রের খবর, পুরুষদের আইপিএলে যাঁদের দল রয়েছে, সেই সংস্থাগুলিও মহিলাদের দল কিনতে আগ্রহী। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মোট তিরিশটি সংস্থা মহিলাদের দল কিনতে আগ্রহী। বোর্ড থেকে দরপত্র নিয়েছে হলদিরাম গ্রুপ, অ্যাপোলো, শ্রীরাম গ্রুপ-সহ একাধিক বিখ্যাত সংস্থা। এছাড়াও, দিল্লি ক্যাপিটালসের দুই শরিক জেএসডব্লিউ ও জিএমআর আলাদা ভাবে দল কেনার জন্য আবেদন করেছে । তাছাড়াও দল কেনার দৌড়ে রয়েছে নিলগিরি গ্রুপ, জে কে সিমেন্টের মতো সংস্থা। তবে বিশেষজ্ঞদের অনুমান, ইতিমধ্যেই আইপিএলে যেসমস্ত সংস্থার মালিকানা রয়েছে, তারাই মহিলা আইপিএলের দল কেনার দৌড়ে এগিয়ে রয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মহিলাদের আইপিএলের সঙ্গে জুড়ছে না বলিউডের নাম। এখনও পর্যন্ত দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কোনও বলিউড তারকার নাম নেই। কারণ হিসাবে অনুমান করা যায়, বিসিসিআইয়ের নয়া নিয়ম অনুযায়ী এক হাজার কোটি টাকা না থাকলে দরপত্রের জন্য আবেদন জানানো যাবে না। আর এই নিয়মের জন্যই দল কিনতে চাইছেন না বলি তারকারা। তবে মহিলা আইপিএলের পাঁচ দলের মালিকানা কার হাতে যাবে, আগামী ২৫ জানুয়ারি মিলবে সেই উত্তর। 

Latest articles

Related articles