লিপস্টিক ব্যবহার করে ঠোঁট কালো হয়ে গেছে!কালো দাগ দূরকরণের কিছু ঘরোয়া উপায়

চটজলদি সাজগোজ করার জন্য আমরা অনেকেই আছি যারা মেকআপ না করে শুধু লিপস্টিক দিয়ে বেরিয়ে পড়ি ।কেও হালকা আবার কেও ম্যাচ করে ডিপ ।তবে কি জানেন এই লিপস্টিক ব্যবহারের কারণে আপনার অজান্তেই আপনার ঠোঁটের ক্ষতি হচ্ছে ? বেশি লিপস্টিক ব্যবহারের ফলে ঠোঁট কালো হয়ে যায় যেটা নিজেদের কাছেই একটা দুঃখের বিষয় হয়ে দাঁড়ায় ।

শুধু যে লিপস্টিকের কারণে ঠোঁট কালো হয় তা নয়।সূর্যের অতিবেগুনি রশ্মি ও ধূমপানের অভ্যাসও ঠোঁট কালো হয়ে থাকে। কারণ সিগারেটের নিকোটিন ঠোঁটে প্রবেশ করে বিবর্ণ করে তোলে ঠোঁটকে। আর অতিরিক্ত চা-কফি পানের অভ্যাস থাকলে তা থেকেও ঠোঁটে হতে পারে কালচে দাগ।

ঠোঁটের এই কালো দাগ দূর করার কিছু ঘরোয়া উপকরণ আছে যা আপনার ঠোঁট কে আগের মতো করে তুলবে।

১.চিনি ও সামান্য মধু নিয়ে ঠোঁটে লাগান ,কিছুক্ষণ পর সেটিকে ধুয়ে ফেলুন দেখবেন ঠোঁট কালো হওয়া কমবে ।

২.প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে তাজা লেবুর রস দিয়ে ঠোঁটে ভালো করে ম্যাসাজ করলে কালচে ভাব দূর হবে।

৩. অ্যালো ভেরা ত্বকের ‘মেলানিন’ কমায়। তাজা অ্যালো ভেরা ঠোঁটে মালিশ করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, উপকার পাবেন।

৪. আধ চা-চামচ গোলাপ জলের সঙ্গে মধু মিশিয়ে তা দিনে দুবার ঠোঁটে ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে কালোদাগ দূর হবে।

Latest articles

Related articles