বাংলা ধারাবাহিক” মা”সিরিয়ালের ঝিলিক কে কমবেশি আমরা সকলেই চিনি ।বেশ মিষ্টি একটা মেয়ে তবে বরাবরই সে তার জীবন নিয়ে খোলামখোলা ।ঝিলিকের আসল নাম হচ্ছে তিথি মানে তিথি বসু ।বছর খানেক আগে সবার সামনে প্ৰাক্তন প্রেমিককে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ,কিন্তু সে প্রেমে ইতি পড়েছে ।কোনোই বা তার প্রেমে ইতি পড়লো ?
ক্রিকেটের দেবায়থ পালের সঙ্গে দীর্ঘ চার বছরের প্রেম ছিল তিথির।২৪ ডিসম্বর তিথির জন্মদিন ছিল ঐদিন দেবায়ুথ প্রেমিকার জন্য একটি রোমান্টিক পোস্ট লিখেছিলেন সোশ্যাল মিডিয়ায় ।তবে পরের দিন ঝিলিক ফেসবুকে লেখেন ,”আমি আর দেবায়ুধ মাইল এই সম্পর্কটা আর না এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি “।এই পোস্ট দেখে সবাই ভেবেছেন হয়তো পারিবারিক কোনো সমস্যা সৃষ্টির কারনে এমন কথা বলছেন ।তিনি এও বলেন “কোনও সম্পর্কে যখন পরিবারে হস্তক্ষেপ বেড়ে যায় ,তখই সমস্যা ।মা বাবা সন্তানের ভালো চেয়ে হয়তো এগুলো করে থাকেন ।তবে আর দোষ আমি পরিবারকে দিতে চাই না “।
সোশ্যাল মিডিয়ার দেবায়ুধ তিথির পিডিও নিয়ে হতো জমিয়ে ট্রলিং ।সে সবের কোনওদিন তোয়াক্কা করনেনি তিথি ।দেবায়ুধএর জন্মদিনে তিথি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে লিখেছিলেন -“তুমি আমার কাছে সব ।এর থেকে বেশি কিছু চাই না ।তোমার সঙ্গে বিয়ে করবো এটাই আমার আরেকটা ইচ্ছা ,যা আপাতত চাইছি আমি ।তুমি মাঠে খেলবে আর আমি উল্লাসের সাথে চিৎকার করবো ।তোমাকে নীল জার্সি পর খেলতে দেখার জন্য বসে আছি ।অতীতে ফায়ার তাকাতে চান না তিথি ।প্রেমে ভাঙার আনন্দ-উল্লাসে সময় কাটানো নিয়ে ট্রোল্ড হয়ে তার জবাব ,তো কি করবো মরে যাবো ?”
আপাতত তিথি সিরিয়াল জগতে ফিরে আসতে চায় ।অন্য কিছু না ভেবে ।