বিয়ে আমরা কেউ কেউ নিজের মতে করি।,আবার পারিবারিক মতে করি। যারা প্রেম করে বিয়ে করে তাদের জানা সোনা আগে থেকেই থাকার কারণে বিবাহ জীবনে কোনো অসুবিধা হয় না । কিন্তু যারা অচেনা, তাদের মধ্যে বিয়ে হয় তখন তাদের বিবাহ জীবনে অনেক অসুবিধে দেখা যায় প্রথম দিনে। বিয়ের প্রথম দিন যাতে দুই দম্পতির মধ্যে কোনো অস্বস্তিকর পরিস্তিথি তৈরী না হয় তার জন্য এই কথা গুলো অবশ্য মাথায় রাখতে হবে।
১.পারিবারিক পছন্দে বিয়ে করলে একটা অসুবিধা অল্প সময় হওয়ায় মানুষটাকে বোঝা হয়ে ওঠে না ।তাই তাকে জানার ও বোঝার প্রধান সময় হলো বিয়ের প্রথম রাত ।
২.প্রথম রাতে সামনাসামনি বসে কথা বলাটা খুব গুরুত্ব পূর্ণ ।দেখবেন কথা বলার সময় কোনো বাজে অতিতিতের কথা না ওঠে । উঠলে আপনাদের সুন্দর মুহূর্তে বিষন্নতার ছাপ পরবে ।
৩.প্রথম রাতে হয়তো ঘনিষ্ট হতে সমস্যা হবে ।তা বলে দূরে সরে যাবেন না ।পরস্পরকে জড়িয়ে ধরে মন খুলে গল্প করবেন তারপর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ুন ।দেখবেন আপনাদের নতুন সম্পর্ক সুন্দর হয়ে উঠছে ।