আজ ফুটবলপ্রেমীদের জন্য এক বিশেষ উত্তেজনার দিন। কারণ কাতারে আয়োজিত ২০২২ ফুটবল বিশ্বকাপের আজ মেগা ফাইনাল। যেখানে গতবারের বিজয়ী ফ্রান্সের মুখোমুখি হতে চলেছে ২০১৪ সালের রানার্স আপ আর্জেন্টিনা। আর ফাইনালে লিওনেল মেসি না কিলিয়ান এম ব্যাপে, কার হাতে উঠবে বিশ্বকাপ তা নিয়ে দ্বিধাবিভক্ত গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা।
এদিকে ভারতীয় সুপারস্টার শাহরুখ খানও ক্রীড়াপ্রেমীদের তালিকায় রয়েছেন। বিশ্বকাপের ফাইনালে মেসি না এম ব্যাপে, এবার কার হাতে বিশ্বকাপ দেখতে চান তিনি? কিং খানকে এই প্রশ্ন করতেই জবাব দিতে গিয়ে থমকাতে হল সুপারস্টারকে। শেষ পর্যন্ত তিনি জানিয়ে দিলেন তাঁর মন এবং মস্তিষ্ক সম্পূর্ণ ভিন্ন কথা বলছে।
সম্প্রতি নেটমাধ্যমে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মেতেছিলেন কিং খান। অনুরাগীদের ১৫ মিনিট সময়ের মধ্যে যার যা প্রশ্ন, তা করতে বলেছিলেন। সেই সব প্রশ্নের সমস্ত জবাবও দেন তারকা। আর সেখানেই ফুটবল বিশ্বকাপ নিয়ে এক ভক্ত এমন প্রশ্ন করলেন যার জবাব দিতে গিয়ে সমস্যায় পড়ে গেলেন শাহরুখ।
ওই অনুরাগী অভিনেতাকে প্রশ্ন করেন, বিশ্বকাপের ফাইনালে আপনি কাকে সমর্থন করবেন?
তারই জবাবে শাহরুখ লেখেন, মন বলছে মেসি। তাই না? কিন্তু এম ব্যাপের খেলা দেখতেও খুব ভাল লাগে।
আর শাহরুখের কথা থেকেই স্পষ্ট, তিনি সরাসরি কোনও একটি দলকে সমর্থন না করলেও তাঁর মন বলছে, মেসি জিততে পারেন এবারের বিশ্বকাপ।
উল্লেখ্য, ২০১৪ সালের রানার্স আপ দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মেসি। গতবার জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁর। এবার আরও এক বার বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি মেসি। এবারে সেই বহু আকাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিতে মরিয়া তিনি। তার উপর এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তাই শেষটা ট্রফি জিতে হাসিমুখেই সেলিব্রেট করতে চাইছেন এনএম ১০।
যদিও ধারেভারে কিন্তু অনেকটাই এগিয়ে ফ্রান্স। ব্রাজিলের পরে দ্বিতীয় দল হিসাবে পর পর দু’টি বিশ্বকাপ জেতার মুখোমুখি তারা। রবিবারও কাপ জেতার লক্ষ্যেই তারা মাঠে নামবে। আর ফ্রান্স তা যদি জিততে পারে তাহলে সেই জয় ইতিহাসে স্থান পাবে।