জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki) আবারও দর্শকদের মন কাড়ছে একের পর এক চমকপ্রদ মোড় এনে। রোহিত-ফুলকি জুটিকে ঘিরে আবেগ, প্রেম আর লড়াইয়ের কাহিনি এবার এক অন্য মাত্রায় পৌঁছেছে। আজকের এপিসোডে দেখা গেলো, জন্মদাত্রী মায়ের সন্ধানে ফুলকির জীবনে এলো নতুন ঝড়!
রুদ্র এখন জেলের ভিতরে থেকেও প্ল্যান করছে ফুলকিকে শেষ করে দেওয়ার জন্য। তিওয়ারিকে দিয়ে সে নিয়ে এসেছে সেই রহস্যময় তাবিজ, যার ভেতরে ছিল এক চাঞ্চল্যকর কাগজ। তাতেই লেখা – ফুলকি আসলে রাজবাড়ীর রাজকন্যা! জন্মের পরেই তার পরিচয় লুকিয়ে ফেলা হয়েছিল!
এই গোপন তথ্য ফাঁস হতেই রায়চৌধুরী পরিবার ছুটে যায় রাজবাড়ীতে। ওদিকে রাজবাড়ীতেই আসেন ছোট রাণীমা, যিনি যেন ফুলকিকে বাধা দিতে বদ্ধপরিকর। এর মাঝে ধানুর বিয়ের প্রস্তাব, রাজার ছেলের আগমন, আর রাজবাড়ীর গয়নায় ধানুকে আশীর্বাদ – সব মিলিয়ে যেন এক রাজকীয় আবহ।
জন্মপরিচয়ের আসল সত্য সামনে আসতে না আসতেই সামনে এসে দাঁড়িয়েছে নানা বাধা। রুদ্রর ষড়যন্ত্র, ছোট রানীমার রাগ, আর ফুলকির নিজের মনের টানাপোড়েন – এসব নিয়েই শুরু হতে চলেছে ফুলকির জীবনের আরেক নতুন অধ্যায়।
👉 পরবর্তী পর্বে কী হবে? ফুলকি কি পারবে নিজের আসল পরিচয় ফিরে পেতে? ধানুর রাজবাড়ির বিয়ে কি হবে শান্তিতে?
দেখতেই থাকুন Zee Bangla-র “ফুলকি” প্রতিদিন রাত ৮টায়!
আর প্রতিদিনের ফুলকি আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।