বর্তমানে অল্প বয়সেই মানুষের চুল পেকে যাওয়া সমস্যা দেখা দিচ্ছে ।এর কারণ হচ্ছে,অস্বাস্থ্যকর জীবনযাপন ও দূষণ। তবে চিন্তা করবেন না, প্রাকৃতিকভাবে আপনার চুল কালো ফিরে পাওয়া সম্ভব। কীভাবে জানেন?
আমাদের চুল ওঠা ও চুল পাকা সমস্যা কি ভাবে কমবে তার জন্য আমরা নানানরকম ওষুধ ব্যবহার করে থাকি ।এই চুল ওঠা ও পাকা কে রোধ করতে পারে ঘরোয়া একটি উপাদান।সেটি হলো পিঁয়াজ ,কিন্তু অনেকেই হয়তো এটা বিশ্বাস করবেন না ।তবে জেনে নিন,চুলের পক্ষে পিঁয়াজ ব্যবহার করলে কী কী উপকার পাবেন|
১.পেঁয়াজের রস চুলের গোড়ায় দিলে চুল ওঠা বন্ধ হয়ে যায়।এছাড়াও চুলের সাইন বাড়ে ।
২.বর্তমানে পাকা চুল ডাকতে আমরা নানান রকম রাসায়নিক রং ব্যবহার করি।তবে কি জানেন পিঁয়াজের খোসা এই সাদা চুল কালো করতে সাহায্য করে।খোসাটা গরম করাই নিয়ে কালো না হওয়া পর্যন্ত নেড়ে যেতে হবে কালো হয় গেলে সেটি তেলের সাথে মিশিয়ে মাথার চুলে লাগাবেন।কিছু দিন লাগালেইএর ফল পাওয়া যাবে।
৩.পিঁয়াজ হেয়ার টোনার হিসাবেও ব্যবহার করা হয় ।আসলে পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে। যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। সালফার চুলের জন্যে খুবই ভালো। ন্যাচারাল মেডিসিন জার্নালে প্রকাশিত একটি গবেষণা পত্রে এই বিষয়ে উল্লেখও করা হয়। একটি পাত্রে পরিমাণ মতো জল নিন। তাতে পেঁয়াজের খোসা মিশিয়ে দিন। জল ফুটাতে থাকুন। ধীরে ধীরে জলের রং বদলে যাবে। এবার সেই পাত্রটি নামিয়ে নিন। আঁচ বন্ধ করে দিন। ঠান্ডা করুন। কাচের শিশিতে ঢেলে রাখুন। স্ক্যাল্পে ব্যবহার করুন এবং পরিবর্তন নিজের চোখেই দেখুন।